India & World UpdatesHappeningsBreaking News
ঝড়ের গতিতে কাজ চলছে, জানুয়ারিতে উদ্বোধন রামমন্দিরের
ওয়েটুবরাক, ২৭ সেপ্টেম্বর : ঝড়ের গতিতে চলছে অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণকাজ। জানুয়ারিতেই উদ্বোধন হতে চলেছে এই মন্দিরের। ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে হবে প্রাণ প্রতিষ্ঠা। সেই দিনই আনুষ্ঠানিক উদ্বোধন। যদিও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনও চূড়ান্ত তারিখ দেওয়া হয়নি।
শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, ”ডিসেম্বরের মধ্যেই রামমন্দিরের ভূতলের নির্মাণ সম্পূর্ণ হয়ে যাবে। প্রতিষ্ঠা সমারোহ হবে ২২ জানুয়ারি।” মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেন, ‘১৫ জানুয়ারি থেকে নানা অনুষ্ঠান শুরু হবে। চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।’
দীর্ঘ টানাপোড়েনের পর বিতর্কিত জমিতে সুপ্রিম কোর্টের নির্দেশের পর রামমন্দির তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে। মন্দিরের দৈর্ঘ্য হচ্ছে ৩৮০ ফুট, প্রস্থ ২৫০ ফুট। উচ্চতা ১৬১ ফুট। ৩৯২টি স্তম্ভ ধরে রাখবে বিশাল মন্দিরকে। খাঁটি সেগুন কাঠ দিয়ে তৈরি হচ্ছে মন্দিরের ৪৬টি দরজা। গর্ভগৃহের দরজা হবে স্বর্ণখচিত।
২০২৪ সালের নির্বাচনের আগে রামমন্দির বিজেপির বড় অস্ত্র। এই মন্দিরের উদ্বোধন করেই বিজেপি হিন্দু ভোটের মেরুকরণ করতে চাইছে। তাই বছরের শুরুতেই এই মন্দিরের উদ্বোধন সেরে ফেলতে চাইছে গেরুয়া শিবির। সেইমতো পরিকল্পনা করেই কাজ এগোচ্ছে।