Barak UpdatesHappeningsBreaking News

জয়পুরে চাঁদাবিতর্ক থেকে ছেলেধরার গুজব, এজাহার সাহিনের পরিবারের

ওয়েটুবরাক, ২২ সেপ্টেম্বরঃ জয়পুরে মারধরের ঘটায় ছেলেধরার কোনও প্রসঙ্গই ছিল না। গোটা ব্যাপারটি দুর্গাপূজার চাঁদা সংক্রান্ত। পরে একেই ছেলেধরার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার এজাহার দিয়ে জখম সাহিন আহমেদ লস্করের জেঠু আজিরউদ্দিন লস্কর এই কথাই জানিয়েছেন। তিনি এজাহারে বলেন, সাহিন বুধবার সকাল সাড়ে নয়টায় হরিনগর হাসপাতালের ইম্যুনেজাইশনের দল নিয়ে লালং চা বাগানে গিয়েছিলেন। আনুমানিক সাড়ে বারোটায় তিনি নিজের এএস ১১জে ১৩৩৮ নম্বরের অল্টোগাড়ি নিয়ে ফিরছিলেন। শিবস্থান আসার পথে দেওয়ান চা বাগানের এক জায়গায় পূজার চাঁদা সংগ্রহের জন্য গাড়ি আটকায়। সাহিন আপত্তি করায় সেখানই তার উপর আক্রমণ করা হয়। তিনি তখন তীব্রগতিতে পালিয়ে বাঁচার চেষ্টা করেন। কিন্তু শিবস্থান থেকে কিছুদূর যাওয়ার পর দেখতে পান, বাঁশের বোঝা ফেলে একদল স্থানীয় জনতা রাস্তা আটকে দিয়েছে। গাড়ি থামাতেই পাথর ছুঁড়ে তাঁর গাড়ির সামনের কাঁচ ভেঙে ফেলা হয়। কাঁচ ভাঙায় তাঁর মাথাতেও আঘাত লাগে। এর পরই শুরু হয় প্রাণঘাতী আক্রমণ। পরে গাড়িটিও জ্বালিয়ে দেওয়া হয়।

এজাহারে তাঁরা ভারতীয় ফৌজদারি কার্যবিধির ১৪৭, ১৪৮, ৩৪১, ৩০৮, ৩২৫, ৩৫৩, ৪২৭, ৪৩৫ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। এ দিকে পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত দশজনকে তারা গ্রেফতার করেছে। মামলার তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker