Barak UpdatesHappeningsBreaking News
জেহাদি যোগ? স্বাধীনবাজার মাদ্রাসার দুই শিক্ষক গ্রেফতার
ওয়েটুবরাক, ১৭ নভেম্বর : জেহাদি যোগের অভিযোগে সোনাই থানাধীন স্বাধীনবাজার ইসলামিয়া মাদ্রাসার দুই শিক্ষককে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ৷ তাঁদের মধ্যে রয়েছেন প্রধানশিক্ষক মৌলানা আবুল হোসেনও৷ অন্য শিক্ষকের নাম দিলোয়ার হোসেন মজুমদার৷ তাদের বিরুদ্ধে জেহাদি যোগ এবং নাবালক ছাত্রকে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে এফআইআর দাখিল করেছেন শাহাবুদ্দিন খান নামে এক অভিভাবক৷
তিনি বলেন, তাঁর ছেলেকে ভাল পড়াশোনার আশায় স্বাধীনবাজার ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন৷ কিন্তু প্রধানশিক্ষক তাকে প্রায় প্রতি রাতে তাঁর রুমে ডেকে নিয়ে জেহাদি পাঠ দেন৷ অনিচ্ছা সত্ত্বেও কিশোর বয়সে তাকে জেহাদের কথা শুনতে হয়৷ গত সপ্তাহে একদিন সে অসুস্থতা বোধ করলে অধ্যক্ষের ডাকে যেতে চায়নি৷ পরে রাতেই দিলোয়ার হোসেন তাকে প্রধানশিক্ষকের ঘরে নিয়ে যায়৷ দুজনে মিলে প্রচণ্ড মারধর করে বলে এজাহারে জানান শাহাবুদ্দিন৷
পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে৷ আবুল হোসেন ও দিলোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করেন৷ তাঁরা বলেন, শাহাবুদ্দিনের ছেলে খুব দুষ্ট৷ পড়াশোনা করতে চায় না৷ প্রতিদিন তার বিরুদ্ধে নানা অভিযোগ জমা পড়ে৷ তাই সেদিন প্রধানশিক্ষক তাকে ডেকে নিয়ে বেত্রাঘাত করেন৷ পরে ছুটির দিনে বাড়ি গিয়ে ছেলে বেত্রাঘাতের কথা বললে শাহাবুদ্দিন উত্তেজিত হয়ে ওঠেন৷ ছেলেকে মাদ্রাসা থেকে সরিয়ে নিয়ে ক্ষতিপূরণ দাবি করেন৷ তাঁরা টাকাপয়সা দিতে অস্বীকার করলে মামলার হুমকি দেন এবং শেষে মিথ্যা এজাহার করেন৷