Barak UpdatesHappeningsBreaking News
জেদ চাপতেই হাসপাতাল হচ্ছে ধোয়ারবন্দে
ওয়েটুবরাক, ২৪ জুনঃ প্রসববেদনায় কাতর মহিলা শুধু ভাবছিলেন, আর কতদূর হাসপাতাল, আর কতদূর। রাস্তা যে আর ফুরোচ্ছিল না। শেষে রাস্তাতেই সন্তানের জন্ম দিলেন ওই প্রসূতি। এই ঘটনা ধোয়ারবন্দ এলাকার কয়েকজন যুবকের মনে দাগ কেটেছিল। তাঁরা শপথ নিলেন, এই এলাকাতেই হাসপাতাল নির্মাণ করাবেন তাঁরা। সরকারকে বাধ্য করবেন অর্থ মঞ্জুরে।
এমন কঠিন শপথ নিতে পেরেছিলেন তাঁরা, এর মূল কারণ, তাঁদের সঙ্গে রয়েছেন এলাকার আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি। তারুণ্যে ভরপুর প্রথম বারের নির্বাচিত জনপ্রতিনিধি তিনি। শপথ রূপায়ণে জেদ ধরলেন। দফায় দফায় ছুটে গিয়েছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের পরিবহন, আবগারি ও মীন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের কাছে। গিয়েছেন জেলাশাসক, স্বাস্থ্য দফতরের যুগ্ন সঞ্চালকের অফিসে। শেষে মঞ্জুরি মেলে ছয় শয্যার হাসপাতালের। কিন্তু দালানবাড়ির টাকা না হয় রাজ্য সরকার দেবে, জমি দেবে কে। শেষে মহত দানে এগিয়ে এলেন বিভাসরঞ্জন দাম।
তিন বিঘা জমি হাসপাতালের জন্য দিতে সম্মত হলেন তিনি। বড়দোকান পূজা মণ্ডপ থেকে সামান্য দূরে ওই জমিতেই সম্প্রতি শিলান্যাস হল হাসপাতালের। শিলান্যাস করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বিভাসরঞ্জন দাম অবশ্য এখন আর ইহজগতে নেই। শিলান্যাসপর্বে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিনী মিলি দাম। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বরঠাকুর, স্বাস্থ্য দফতরের যুগ্ম সঞ্চালক ডা. আশুতোষ বর্মন, এই নির্মাণকার্যের ইঞ্জিনিয়ার নুরুল রহমান মজুমদার প্রমুথ। আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি তো ছিলেনই।