India & World UpdatesHappeningsBreaking News

জি২০ সম্মেলনে বারবার কথা মোদি-ঋষির

ওয়েটুবরাক, ১৬ নভেম্বরঃ জি২০ সম্মেলনে আলোচনার ফাঁকে বারবার নিজেদের মধ্যে কথা বলতে দেখা গিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনককে৷ ভারতীয় বংশোদ্ভুত ঋষি কয়েকদিন আগেই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসেছেন৷

মঙ্গলবার দুই প্রধানমন্ত্রী বেশ কিছুক্ষণ কথা বলেছেন৷ বুধবারও আলোচনার মধ্যে সুযোগ পেয়েই মোদির দিকে এগিয়ে গিয়েছেন ঋষি সুনক৷ সেখানে গিয়ে দু’জনকে করমর্দন করতে দেখা যায়৷ তারপর সামান্য সময় নিজেদের মধ্যে আলোচনা করেন৷

মঙ্গলবারের সাক্ষাতের পরেই ভারতের ৩ হাজার বাসিন্দাকে ইংল্যান্ডে কাজ করার জন্য ভিসা প্রদানের বিষয়ে অনুমতি দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক৷ এই বছরের জন্য এই অনুমতি দেওয়া হয়েছে৷ ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতই প্রথম দেশ, যে নতুন ভিসা নীতিতে লাভবান হবে৷ ব্রিটেনের প্রধানমন্ত্রীর দফতর থেকে করা টুইটে বলা হয়েছে, আজ ইউকে-ইন্ডিয়া ইয়ং প্রফেশনাল স্কিম চূড়ান্ত হয়েছে৷ সেই সুযোগের আওতায় মোট ১৮ থেকে ৩০ বছর বয়সের ৩ হাজার ভারতীয়কে আগামী দু’বছরের জন্য ব্রিটেনে কাজ করার অনুমতি দেওয়া হবে৷

ভারত ও ব্রিটেনের সম্পর্ক আরও মজবুত করতে দুই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker