Barak UpdatesHappeningsBreaking News
জিসি কলেজের ওয়েবসাইট হ্যাক, অসমিয়া পরিচয়ের আহ্বান
৭ ফেব্রুয়ারিঃ রবিবার দুপুরে আচমকা শিলচর জিসি কলেজের ওয়েবসাইট খুললে দেখা যায়, বরাকের বাঙালিদেরও অসমিয়া বলে পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে এক বার্তা। সরকারি ওয়েবসাইটের কিছুই সেখানে দেখা মিলছিল না। এ যে হ্যাক করা হয়েছে, বোঝার বাকি থাকে না। শোরগোল বাঁধার কিছুক্ষণ পরেই অবশ্য ওয়েবসাইটটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
অধ্যক্ষ ড. বিভাস দেব জানিয়েছেন, তিনি সঙ্গে সঙ্গে কলেজের এই সব কাজের সঙ্গে যুক্ত টেকনিক্যাল টিমের সঙ্গে কথা বলেছেন। সোমবার তাঁদের ডেকেছেন। বিস্তারিত কথা বলবেন। পুলিশ জানিয়েছে, কলেজের তরফে কোনও অভিযোগ জানানো হয়নি। অভিযোগ পেলে তাঁরা তদন্ত করে দেখবেন।
কারা কী উদ্দেশ্যে কলেজের ওয়েবসাইটটিকে হ্যাক করেছে, তা এখনও বোঝা না গেলেও ওই সময়ে স্ক্রিনে একটাই বার্তা ভেসে উঠছিল। লেখা ছিল, আমরা কোনও রাজনৈতিক দলের নই। আমরা সবাই অসমিয়া। আমরা সাধারণ মানুষ। শিলচরের কিছু মানুষ অসমিয়া-বাঙালির মধ্যে বিদ্বেষ ছড়াতে চাইছে। বাঙালি বলার আগে মনে রাখবেন, আপনি একজন অসমিয়া। ভুলে যাবেন না, আপনি অসমেরই অংশ। তাই সবার আগে নিজেকে অসমিয়া বলে পরিচয় দিন।