Barak UpdatesHappeningsBreaking News
জিসি কলেজের অবসরপ্রাপ্ত গ্রন্থাগার কর্মী কৃষ্ণ দাস প্রয়াত
ওয়েটুবরাক, ৩১ মার্চ : না ফেরার দেশে পাড়ি দিলেন শিলচর জিসি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত গ্রন্থাগার কর্মী কৃষ্ণ দাস। বুধবার রাত ২টা ২০মিনিটে কাছাড় ক্যান্সার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত বছরের ৯ই ডিসেম্বর ৬১-তে পা রেখেছিলেন কৃষ্ণবাবু। রেখে গিয়েছেন স্ত্রী লক্ষী দাস, কন্যা ভরাখাই হাইস্কুলের শিক্ষিকা কাবেরী দাস, পুত্র ইনকামট্যাক্স প্র্যাক্টিশনার সঞ্জীব দাস সহ বহু গুণমুগ্ধ আত্মীয়, বন্ধু এবং পরিজনদের। এছাড়াও রেখে গিয়েছেন কলেজের সুদীর্ঘ কর্মজীবনে হাসি মুখে যাদের সমস্ত প্রয়োজনে, আবদারে সব সময় সামিল থেকেছেন সেই অগণিত ছাত্র-ছাত্রীদের।
দীর্ঘ দুবছর ধরে ক্যান্সার রোগের সঙ্গে লড়াই করছিলেন কৃষ্ণবাবু। দিনকয়েক আগে থেকে শ্বাসজনিত সমস্যায় কষ্ট পাচ্ছিলেন তিনি। গত ৩০ মার্চ বুধবার সন্ধ্যায় সমস্যা বাড়লে কাছাড় ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এদিন রাত ২টা ২০মিনিটে চূড়ান্ত বিদায় নেন তিনি। বৃহস্পতিবার সকালে শিলচর শ্মশানে বহু আত্মীয়, বন্ধু ও সহমর্মীদের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। তাঁর অপ্রত্যাশিত প্রয়াণে শোকস্তব্ধ পরিবার ও শুভানুধ্যায়ীরা।