NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

জিরিবাম সীমান্তে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখলেন আইজিপি

ওয়ে টু বরাক, ২৪ জুন : কাছাড় মণিপুর সীমান্তের জিরিবামে গিয়ে সোমবার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করলেন আইজিপি প্রশান্ত কুমার ভূঁইয়া। এই পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণ আসামের ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, পুলিশ সুপার নোমাল মাহাত্তা সহ জেলা পুলিশের শীর্ষ কর্তারা। সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতি ঘুরে দেখার পাশাপাশি আইজিপি এদিন স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেছেন।

Rananuj

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, মনিপুরের জিরিবামে কয়েকদিন আগে যে অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা এখন অনেকটাই শান্ত হয়েছে। তবুও সেখানকার দুই সম্প্রদায়ের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ রয়ে গেছে। তবে কাছাড় জেলায় এর কোনও প্রভাব পড়েনি। সেই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, মনিপুর থেকে যদি কেউ অস্ত্র হাতে নিয়ে কাছাড়ে প্রশান্ত পরিস্থিতির সৃষ্টি করতে চায় তাহলে অসম পুলিশ অস্ত্র ব্যবহার করেই এর জবাব দিতে তৈরি রয়েছে।

আইজিপি এদিন আরও বলেছেন, জিরিবামে গোষ্ঠী সংঘর্ষে আতঙ্কিত হয়ে প্রায় ১৭০০ শরণার্থী কাছাড় জেলার বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। এর প্রেক্ষিতে স্থানীয় গ্রামগুলোতে ঘরে ঘরে গিয়ে সার্ভে করা হবে। এই সার্ভেতে কে কোথা থেকে কী কারণে এসে আশ্রয় নিয়েছেন তার একটি তালিকা প্রস্তুত করা হবে। যাতে কোনও অনাকাঙ্ক্ষিত ব্যক্তি অসমে প্রবেশ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্যই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, কাছাড়ে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এখানকার বাসিন্দাদের পুরো নিরাপত্তা দিতে অসম পুলিশের সঙ্গে সঙ্গে কমান্ডো ব্যাটেলিয়ানও মোতায়েন করা হয়েছে।

এদিন কাছাড় ও জিরিবাম জেলা প্রশাসনের শীর্ষকর্তাদের উপস্থিতিতে এক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা এবং জিরিবামের অতিরিক্ত জেলাশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত ছিলেন। গোষ্ঠী সংঘর্ষের শিকার হয়ে জিরিবাম থেকে যারা কাছাড়ে এসে আশ্রয় নিয়েছেন তাদের উদ্দেশে জেলাশাসক বলেন, সেখানকার পরিস্থিতি শান্ত হলে তারা যেন ধীরে ধীরে নিজেদের বাড়ি ঘরে ফিরে যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker