Barak UpdatesHappenings
জায়গা চেনাতে ভিআইপি সড়কে অসমিয়া সাইনবোর্ড, সম্মিলিত মঞ্চের স্মারকপত্র
ওয়েটুবরাক, ১৪ জুনঃ শিলচর থেকে উধারবন্দ-শালগঙ্গা হয়ে বিমানবন্দরে যাওয়ার যে ভিআইপি সড়ক, এর পাশে বিভিন্ন স্থানে জায়গার নাম লেখা সাইনবোর্ড লাগানো হয়েছে। সেগুলি বাংলার পরিবর্তে অসমিয়ায় লেখা। এ ব্যাপারে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। আজ সোমবার সংগঠনের সাধারণ সম্পাদক অজয় রায় অতিরিক্ত জেলাশাসক জে আর লালসিমের সঙ্গে দেখা করে স্মারকলিপি দিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানান।
তিনি বলেন, এখানকার সরকারি ভাষা বাংলা, তা জেনেও অসমিয়ায় বোর্ড লাগানোর উদ্দেশ্যটা ভাল নয়। এর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তেরও আশঙ্কা করছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। স্মারকলিপিতে তারা জেলা প্রশাসনকে স্মরণ করিয়ে দেয়, একাদশ শহিদের প্রাণের বিনিময়ে বাংলা ভাষার অধিকার আদায় করেছে এই অঞ্চলের মানুষ। সেই অধিকার খর্ব করার ষড়যন্ত্র চললে তাঁরা মেনে নেবেন না।