NE UpdatesHappeningsBreaking News
জামিন পেলেন ভিক্টর দাস
ওয়েটুবরাক, ১৭ সেপ্টেম্বর : জামিন পেলেন ভিক্টর দাস। আপাতত ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ভিক্টরকে জামিন দিয়েছে গৌহাটি হাইকোর্ট৷ তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ পরীক্ষা শেষ হওয়ার আগেই টাকার লেনদেন শুরু হয়ে গিয়েছে বলে সামাজিক মাধ্যমে অভিযোগ করেছিলেন তিনি৷ পুলিশের শীর্ষকর্তাদের ট্যাগ করে ভিক্টর দাবি করেছিলেন, দালালরা তিন থেকে আট লক্ষ টাকা পর্যন্ত দাবি করছে। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এবং ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত দাবি করেন, অভিযোগের পক্ষে কোনও প্রমাণ জমা দিতে পারেননি ভিক্টর।
রাইজর দলের বিধায়ক অখিল গগৈ বলেন, দুর্নীতির অভিযোগ আনলে গ্রেফতার করা হচ্ছে, এ কোন রাজত্ব! বিজেপি বিধায়ক মানব ডেকা বলেন, সেলফি ও ফেসবুকের সম্পর্কের ভিত্তিতে নয়, এই সরকারের আমলে মেধার ভিত্তিতেই নিয়োগ হয়। তথ্য ও জনসংযোগ মন্ত্রী পীযুষ হাজরিকার দাবি, নিয়োগে কোনও কেলেঙ্কারি হয়নি বিজেপির আমলে।