Barak UpdatesHappeningsBreaking News
জাতীয় সংবাদমাধ্যম দিবসে সহযোদ্ধাদের প্রতি ওয়েটুবরাকের শুভেচ্ছা, অভিনন্দন বার্তা
১৬ নভেম্বরঃ সংবাদমাধ্যমের কাছে মানুষের মূল প্রত্যাশা হচ্ছে, যেখানে তারা নিজেরা যেতে পারছেন না, যেখানকার কোনও কিছু তারা জানতে পারছেন না, সেখানকার সমস্ত তথ্য সাংবাদিকরা তাদের কাছে পৌঁছে দেবেন। এই প্রত্যাশা পূরণে সংবাদ মাধ্যম কতটা সমর্থ হয়েছে, আজ এক বড় প্রশ্ন। এই প্রত্যাশা পূরণ হলে সামাজিক মাধ্যমের এত বিস্তৃতি হতো না। সাংবা্দিকদের নানা ধরনের সীমাবদ্ধতার দরুন একটা সময় মানুষ বুঝতে শুরু করলেন, সাংবাদিকদের পৌঁছার ক্ষমতা, তথ্য জানার সুযোগ আমাদের চেয়ে খুব বেশি নয়। এ জন্য অবশ্য আমাদেরও দোষ কম নয়। আমরা জনপরিসরে তথ্যনির্ভর বিতর্কের জন্ম দিতে পারছি না, পারছি না জনস্বার্থ সংশ্লিষ্ট নি্র্দিষ্ট বিষয়গুলিকে ধরে ধরে উপযুক্ত চাপ সৃষ্টি করতে। এই সময়ে সামাজিক মাধ্যমের সঙ্গে আমাদের পার্থক্য গড়ার একটাই রাস্তা, নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণ, যা অনেক ক্ষেত্রেই পেশাদারি সাংবাদিক ছাড়া সম্ভব নয়। সামাজিক মাধ্যমে যে যার জায়গা থেকে লেখালেখি করবেন, বিভ্রান্ত হয়ে মানুষ পত্রিকার পাতা উল্টাতে চাইবেন, টিভির নভ ঘোরাবেন।
নতুন মাধ্যম উঠে আসার এই সন্ধিক্ষণে আমাদের নিজেদের জায়গা সুরক্ষিত রাখার জন্য সংবাদের কভারেজ নিয়ে নতুন করে ভাবতে হবে। পেশার জায়গায় যে এক চরম অনিশ্চয়তার সৃষ্টি হচ্ছে, তা চিত্রসাংবাদিক বন্ধুদের কথা ভাবলেই স্পষ্ট হয়ে যায়। সামাজিক মাধ্যমে ছবির ছড়াছড়ি বলে এখন অনেক প্রতিষ্ঠান চিত্রসাংবাদিক নিযুক্তিতে আগ্রহী নয়। নতুন মাধ্যম হিসেবে সামাজিক মাধ্যম যে বিশাল জায়গা দখল করে নিয়েছে, একে অস্বীকার করা যায় না। তাই তাঁদের পাশে রেখে পেশাগত নিশ্চয়তার কৌশল বার করতে হবে। পেশাদারি সাংবাদিকদের নতুন কৌশল হতে পারে, দ্রুত বেশি বেশি তথ্য সামাজিক মাধ্যমের কাছে পৌঁছে দেওয়া। কিছু সামাজিক মাধ্যম ঠিকঠাক চেহারা নিলে অন্যরা নিজেদের খ্যাতির লোভে উপযুক্ত তথ্যের জন্য সাংবাদিকদের মুখাপেক্ষী থাকবে। তাদের মধ্যে প্রচণ্ড প্রতিযোগিতা দেখা দেবে। তাতে দুই দিক থেকে লাভের জায়গা রয়েছে। প্রথমত, তথ্যের জন্য তাদের সাংবাদিকদের দিকে তাকিয়ে থাকতে হলে পেশাগত অনিশ্চয়তা অনেকটা কাটবে। দ্বিতীয়ত, বিভ্রান্তিকর তথ্যের জন্য আজ সমাজকে যে ভাবে ভুগতে হচ্ছে, সেখান থেকে কিছুটা হলেও রেহাই মিলবে। জনপরিসরে তখন তথ্যনির্ভর বিতর্ক হবে, তাতে সমাজ উপকৃত হবে।
আজ আর এ কথা বলার অবকাশ রাখে না যে, মুদ্রণমাধ্যম ও বৈদ্যুতিন মাধ্যমের সঙ্গে একই সারিতে সামাজিক মাধ্যমের কথা উল্লেখ করতে হয়। কিন্তু জনমানসে তথ্যনির্ভর বিতর্ক যত গুরুত্ব পাবে, ততই তথ্যের ভাণ্ডার হিসেবে সাংবাদিক ও সংবাদ মাধ্যমের গুরুত্ব বাড়বে। সে জন্য অবশ্যই সাংবাদিকদের তথ্যের ভাণ্ডার হয়ে উঠতে হবে। মানুষের প্রয়োজনে সঠিক তথ্যের জোগান দিতে হবে। তাই জাতীয় সংবাদমাধ্যম দিবসে সহযোদ্ধাদের প্রতি ওয়েটুবরাকের আহ্বান, আসুন আমরা প্রকৃত অর্থে সাংবাদিক হয়ে উঠি। কারণ আমাদের চ্যালেঞ্জের মোকাবিলা আমাদেরই করতে হবে।
সকল সহযোদ্ধাদের জাতীয় সংবাদমাধ্যম দিবসের শুভেচ্ছা, অভিনন্দন…