Barak UpdatesHappeningsSportsBreaking News
জাতীয় টিটি-তে চ্যাম্পিয়ন শিলচরের দিবিজা
ওয়েটুবরাক, ৯ ডিসেম্বর : বরাক উপত্যকার টেবিল টেনিসে নতুন পালক জুড়ল শনিবার। জাতীয় রেঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হলেন শিলচরের দিবিজা পাল। অনূর্ধ্ব ১১ বালিকা বিভাগে খেতাব দখল করেন তিনি। আসাম দলের প্রতিনিধিত্ব করেন দিবিজা।
জাতীয় টেবিল টেনিস রেঙ্কিং চ্যাম্পিয়নশিপ হচ্ছে হরিয়ানার পাঁচখোলায়। আসরের ফাইনালে শানায়া ত্যাগীকে পরাস্ত করেন দিবিজা। নয়াদিল্লির শানায়া ভারতের এক নম্বর খেলোয়াড়। তাঁকে হারিয়ে প্রথম বারের মতো টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হলেন দিবিজা। শনিবার এই খবর শিলচরে পৌঁছতেই ক্রীড়া মহলে খুশির হাওয়া বইতে থাকে। বিশেষ করে বরাকের টেবিল টেনিসের উন্নয়নের জন্য যাঁরা দীর্ঘদিন ধরে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন , তাঁদের মধ্যে আনন্দের মাত্রাটা বেশি।
দিবিজার সাফল্যের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত। তিনি বলেছেন,‘বরাকবাসীর কাছে এটা দারুণ খবর। তার প্রতি শুভেচ্ছা রইল।’ দিবিজাকে শুভেচ্ছা জানিয়েছেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সচিব অতনু ভট্টাচার্যও। তাঁর সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন তিনি। এদিকে, দিবিজাকে শুভেচ্ছা জানিয়েছেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোড় এবং প্রাক্তন সচিব বিজেন্দ্রপ্রসাদ সিংও।
টেবিল টেনিস ক্লাব, উধারবন্দের পক্ষ থেকে দিবিজার জয়কে ঐতিহাসিক বলে উল্লেখ করে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে৷ তাঁরা জানিয়েছেন, জাতীয় স্তরের রেঙ্কিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন খেতাব এই প্রথম এল বরাকে৷ জাতীয় স্তরে আসামের প্যাডলারদের সাম্প্রতিক যে প্রদর্শন, তাতে দিবিজার খেলা সেরাদের মধ্যে অন্যতম৷