Barak UpdatesHappeningsBreaking News
জাতীয় শিক্ষানীতি : প্যানেল ডিসকাশন রাধামাধব কলেজে
দায়িত্ব নিল রোটারি ক্লাব অফ শিলচর সেন্ট্রালের নতুন কমিটি
ওয়েটুবরাক, ৯ জুলাই : রোটারি ক্লাব অব শিলচর সেন্ট্রালের উদ্যোগে ও রাধামাধব কলেজ আইকিউএসি-র সহযোগিতায় জাতীয় শিক্ষানীতি ২০২০-এর উপর এক প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাধামাধব কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস রায়, উপাধ্যক্ষা ড. অসীমা রায়, আইকিউএসির কো-অর্ডিনেটর ড. সোনালি চৌধুরী প্রমুখ। আলোচনাচক্রে মডারেটর হিসাবে উপস্থিত ছিলেন জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের এক্সপার্ট ড. রাজীব গুপ্ত। প্যানেলিস্ট হিসাবে ছিলেন রাধামাধব কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. অরুণাভ ভট্টাচার্য, আসাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. দেবতোষ চক্রবর্তী ও কাছাড় কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. নীতু দেবনাথ।
জাতীয় শিক্ষানীতি ২০২০ বাস্তবায়ন হলে আখেরে লাভবান হবে শিক্ষার্থীরা, আলোচনাচক্রে উপস্থিত প্যানেলিস্টরা এই অভিমতই ব্যক্ত করেন। তাঁরা বলেন, জাতীয় শিক্ষানীতিকে সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে হলে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। শিক্ষাব্যবস্থায় জাতীয় শিক্ষানীতি প্রবর্তনের ফলে সমাজের জন্য কী কী সুবিধা বা উপকার হতে পারে কিংবা আগামীদিনে কী ধরনের পরিবর্তন আসতে পারে, এ নিয়ে বিভিন্ন বক্তা তাঁদের মতামত তুলে ধরেন।
প্যানেল ডিসকাশন শুরুর আগে রোটারি ক্লাব অব শিলচর সেন্ট্রালের ইন্সটলেশন বা দায়িত্ব হস্তান্তর পর্ব আয়োজিত হয়। ক্লাবের পূর্বতন সভাপতি লুৎফা আরা চৌধুরীর কাছ থেকে নতুন সভাপতির দায়িত্ব সমঝে নেন তপন রায়। পূর্বতন সম্পাদক কাঞ্চন সাহার কাছ থেকে সম্পাদক হিসাবে নতুন দায়িত্ব গ্রহণ করেন ডা. হিমব্রত দাস। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের অ্যাসিস্ট্যান্ট গভর্নর ডা. সিদ্ধার্থ শঙ্কর ভট্টাচার্য। সম্মানিত অতিথি প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট গভর্নর চিরঞ্জিত ঘোষ। প্রথমার্ধের অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস রায় ও আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড. সোনালি চৌধুরী । অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারিয়ান ডা. হিমব্রত দাস।