Barak UpdatesHappeningsBreaking News
জাতীয় শিক্ষানীতি নিয়ে অনলাইনে বিদ্যাভারতীর বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন
১৫ সেপ্টেম্বর: জাতীয় শিক্ষানীতি নিয়ে অনলাইনে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন করলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ দিলীপ চন্দ্র নাথ। সংঘ পরিবারের শৈক্ষিক সংগঠন বিদ্যাভারতী এই অনুষ্ঠানসূচি হাতে নিয়েছে।
শুরুতেই হয় সরস্বতী বন্দনা। তারপর শিক্ষা বিকাশ পরিষদের সম্পাদক নীহারেন্দু ধর স্বাগত বক্তব্য রাখেন। আরএসএস প্রচারক তথা বিদ্যাভারতী দক্ষিণ আসাম প্রান্তের সংগঠন সম্পাদক যোগেন্দ্র সিং শিশোদিয়া নতুন শিক্ষানীতির উপর সারগর্ভ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, নতুন শিক্ষানীতি গভীর চিন্তন ও মন্থনের ফলে উৎপন্ন হওয়া এক অমৃত স্বরূপ’। আগামী দিনে ভারতকেন্দ্রিক এই নতুন শিক্ষানীতি দেশের আমূল পরিবর্তন করবে।
আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ দিলীপ চন্দ্র নাথ প্রতিযোগিতাটির অনলাইন-উদ্বোধন করে বলেন, জাতীয় শিক্ষানীতি প্রস্তুতিকরণে লক্ষ লক্ষ লোকের অবদান রয়েছে। এতে স্কিল ডেভেলপমেন্ট-এর উপর বিশেষ লক্ষ্য রাখা হয়েছে। তিনি আশাবাদী, জাতীয় শিক্ষানীতি আত্মনির্ভরশীল সমাজ গড়ে তুলবে। এই শিক্ষানীতির বাস্তবায়নে প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের অধিক দায়িত্ব নিতে হবে বলে মত প্রকাশ করেন তিনি।
শিক্ষা বিকাশ পরিষদের সভাপতি ডঃ নিখিল ভূষন দে নতুন শিক্ষা নীতি নিয়ে বলেন, ‘ভারতবর্ষ এককালে শিক্ষার ক্ষেত্রে অনেক উন্নত স্থানে ছিল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীরা এসে ভারতবর্ষে শিক্ষা গ্রহণ করত। ভারতবর্ষের এই হৃত গৌরবকে উদ্ধার করতে জাতীয় শিক্ষানীতি কেন্দ্র সরকারের একটা বিশেষ পদক্ষেপ।’