Barak UpdatesHappeningsSportsBreaking News
জাতীয় ক্রীড়া দিবস উদযাপনে কাছাড় কলেজ থেকে পাঁচ কিমি ম্যারাথন
ওয়েটুবরাক, ৩০ আগস্ট : জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার কাছাড় কলেজে “রান ফর ফিটনেস” ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। কাছাড় কলেজের এনসিসি ও এনএসএস ইউনিটের উদ্যোগে আয়োজিত এই ম্যারাথন দৌড়ে ১৭০ জনেরও বেশি এনসিসি ক্যাডেট, এনএসএস স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী এবং শিক্ষকরা অংশগ্রহণ করেন । কলেজ প্রাঙ্গণ থেকে ম্যারাথনের সূচনা করেন কলেজের বাণিজ্য বিভাগের সহযোগী অধ্যাপক কজেন বসুমাতারি, আইকিউএসি-এর সমন্বয়ক ডঃ মুকুল কুমার বরুয়া এবং এনসিসির সুবেদার মেজর ধন বাহাদুর বুধা মগর । ম্যারাথনটি কাছাড় কলেজ থেকে শুরু হয়ে শিলচর শহরের প্রধান সড়কগুলো ঘুরে প্রায় ৫ কিলোমিটার পথ অতিক্রম করে কলেজ প্রাঙ্গণে ফিরে আসে।
ম্যারাথনের বিজয়ীদের কাছাড় কলেজে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সম্মানিত করা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে শরৎ কুমার সিংহ, পূজা দাশগুপ্ত, এস বিমল শর্মা ও গৌড় কৃষ্ণ দাস । বিজয়ীদের হাতে স্বীকৃতি পত্র ও মেডেল তুলে দেন কজেন বসুমাতারি, ডঃ মুকুল কুমার বরুয়া, ডঃ মেরিনা ইসলাম, ডঃ রাহুল কান্তি নাথ, হুনা সিং ই্ংতি, অঙ্কিতা ঘোষ, জর্জিনা খাখলারি, নয়না গোস্বামী, বিধিন্তা নার্জারী, অর্পিতা রায় ও মনিশ পান্ডে।
কাছাড় কলেজ এনসিসির বয়েজ সিনিয়র ডিভিশনের তত্ত্বাবধায়ক অফিসার ডঃ জয়ব্রত নাথ বলেন, “রান ফর ফিটনেস” ম্যারাথনের উদ্দেশ্য শুধুমাত্র প্রতিযোগিতা নয়, বরং স্বাস্থ্যবান জীবনযাত্রা ও শারীরিক সুস্থতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। শিক্ষার্থী এবং সমাজের বিভিন্ন বর্গের মানুষের মধ্যে শারীরিক সুস্থতা এবং খেলাধুলার সংস্কৃতি প্রচার করতে কাছাড় কলেজের অগ্রণী ভূমিকা একইভাবে অব্যাহত থাকবে।