Barak UpdatesHappeningsBreaking News
জল বাড়ছে বরাক নদীতে, বন্যার আশঙ্কা দানা বাঁধছে জনমনে
ওয়ে টু বরাক, ১৭ মে ঃ টানা বৃষ্টিতে ক্রমশ ফুলে ফেঁপে উঠছে বরাক ও তার উপ নদীগুলো। গত তিনদিনের বৃষ্টিতে জমা জলের তাণ্ডবে যেমন নাজেহাল শিলচর শহর, তেমনি শহরবাসীর মনে ধীরে ধীরে বন্যার আতঙ্ক দানা বাঁধছে। কারণ গেল বছরের সেই ভয়ঙ্কর বন্যার বীভৎস রূপ এখনও শহরবাসীর মনে তাজা রয়েছে। শিলচর শহরের জন্য যা বেতুকান্দি বাঁধ অভিশাপ হয়ে খাড়া হয়েছিল, এ বার অবশ্য সেটি নতুনভাবে তৈরি হয়েছে। কিন্তু বেতুকান্দির সেই অংশটি বন্যার দাপট সহ্য করার মতো হয়েছে কি না, সেই আশঙ্কা কিন্তু রয়েই গেছে।
শনিবার সকাল থেকে বিরামহীনভাবে ধারা বর্ষণ অব্যাহত। শহরের বেশ কিছু অংশ জলের তলায়। বিশেষ করে সোনাই রোড ও ন্যাশনাল হাইওয়ের অবস্থা বলে লাভ নেই। সোনাই রোডের মূল সড়কেই হাঁটুর নিচে জল। ফলে এই এলাকার অলিগলিতে জমা জলের এক ভয়াবহ রূপ ইতিমধ্যেই বাসিন্দারা দেখেছেন। ন্যাশনাল হাইওয়ে বাজার এলাকাটি পুরোপুরি জলের নিচে। এই জল চিত্তরঞ্জন স্ট্যাচুর আশপাশ ছাপিয়ে হাইলাকান্দি রোডের অনেকটাই দখল করে নিয়েছে। এর মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে চলছে ছোটগাড়ি, বাইক, স্কুটি।
পরিস্থিতির দিকে চোখ রেখে শনিবার সকাল থেকেই বহু এলাকায় বাসিন্দারা বন্যা মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণ শুরু করে দিয়েছেন। কয়েকটি স্কুলে এ দিন সকালের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। বলা হয়েছে, পরিস্থিতির ওপর নির্ভর করে স্কুলের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।