NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
জয়মালার খবর নিতে আজ মাদুরাই যাচ্ছে অসমের প্রতিনিধি দল
ওয়েটুবরাক, ২ সেপ্টেম্বর : শুভেচ্ছা স্মারক হিসেবে তামিলনাড়ুতে পাঠানো হাতি জয়মালা-কে সারাক্ষণ বেঁধে রেখে নির্যাতন করা হয়, সামাজিক মাধ্যমে এই ভিডিয়ো ভাইরাল হতেই অসমে চাঞ্চল্য ছড়ায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে বৃহস্পতিবার বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি সহ বিভাগীয় কর্তাদের ডেকে বৈঠক করেন। তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে ভিডিয়োর সত্যাসত্য জানতে চান। আমলা পর্যায়েও চিঠি গিয়েছে সে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিবের কাছে৷
শুক্রবার জয়মালাকে দেখতে অসম সরকারের এক প্রতিনিধি দল মাদুরাইয়ে যাচ্ছে। প্রয়োজনে সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে রাজ্য মন্ত্রিসভার মুখপাত্র পীযূষ হাজরিকা জানিয়েছেন। তিনি বলেন, ভাইরাল ভিডিয়োর সত্যতা মিললে জয়মালাকে অসমে ফিরিয়ে আনা হবে৷ অন্যান্য রাজ্যে পাঠানো হাতির অবস্থাও জানার চেষ্টা করছে সরকার৷