India & World UpdatesHappeningsBreaking News
জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলে কেন্দ্রের সিদ্ধান্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট
নতুনদিল্লি, ১১ ডিসেম্বর : জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত বহাল থাকবে। সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সংবিধান বেঞ্চ সোমবার বলেছে, ৩৭০ ধারা বাতিল অস্থায়ী প্রক্রিয়া ছিল। সংবিধানের অনুচ্ছেদ এক ও ৩৭০ এ স্পষ্ট উল্লেখ রয়েছে যে, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। ভারতীয় সংবিধানের সমস্ত নিয়মকানুন সেখানে বহাল হতে পারে।
কেন্দ্র সরকার ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে দিয়েছিল। এর চার বছর চার মাস ছয় দিন পর আসা সিদ্ধান্তে আদালত বলেছে, ‘আমরা ৩৭০ ধারা বাতিল করার জন্য রাষ্ট্রপতির জারি করা নির্দেশ বৈধ বলে মনে করছি। আমরা লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার সিদ্ধান্তও বৈধ হিসেবে বহাল রেখেছি।’ এর পাশাপাশি সুপ্রিম কোর্ট জম্মু-কাশ্মীরে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত করার আদেশ দিয়েছে।
উল্লেখ্য কেন্দ্রের মোদি সরকার দ্বিতীয় কার্যকালে ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের জন্য ৩৭০ ধারা বাতিল করেছিল। একই সঙ্গে এই রাজ্যকে জম্মু-কাশ্মীর ও লাদাখ নামের দুটি অংশে ভাগ করেছিল। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে প্রায় ২৩টি আবেদন দাখিল করা হয়। পাঁচ বিচারপতির বেঞ্চ এই সবগুলো আবেদনের একসঙ্গে শুনানি গ্রহণ করেন। এই সংবিধান বেঞ্চে মুখ্য বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি বিআর গাবাই, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি সঞ্জয় কিষাণ কোল এবং বিচারপতি সঞ্জীব খান্না রয়েছেন। এই বেঞ্চের সামনে একটানা ১৬ দিন ধরে চলা শুনানি ৫ সেপ্টেম্বর শেষ হয়। সুপ্রিম কোর্ট এই শুনানি গ্রহণ করার ৯৬ দিন পরে তার রায় জানিয়েছে।