Barak UpdatesHappeningsBreaking News
১ মে থেকে পাওয়া যাবে পছন্দের ভ্যাকসিন
২৬ এপ্রিল : এ বার রাজ্যগুলোকে ভ্যাকসিনের জোগান নিয়ে এক তালিকা তৈরি করতে বলেছে কেন্দ্র। সরকারের নির্দেশ, সব বেসরকারি ভ্যাকসিন প্রদান কেন্দ্রগুলোকে কিছু নির্দিষ্ট তথ্য সরকারের কাছে জমা দিতে হবে। জানাতে হবে তাদের কাছে কোভিড ১৯-এর কোন ভ্যাকসিন রয়েছে এবং তা কী পরিমাণে রয়েছে। এখানেই শেষ নয়, সেই ভ্যাকসিন গ্রহণের জন্য কত দাম দিতে হচ্ছে, সেটাও জানাতে হবে। এই সব তথ্য আপলোড করা হবে সরকারের আরোগ্য সেতু এবং কো-উইন অ্যাপে। ফলে ১ মে থেকে যখন ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে বয়স যাঁদের, সেই সব ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়ে যাবে, তখন সবাই বয়স নির্বিশেষে পাবেন এক অভিনব সুবিধা। তাঁরা অ্যাপে প্রদত্ত তথ্য থেকে যেমন কাছাকাছি থাকা ভ্যাকসিন সেন্টার বেছে নিতে পারবেন, তেমনই কোন ভ্যাকসিন নেবেন সেটাও বেছে নেওয়া সম্ভব হবে।
ভারতে এই মুহূর্তে দু’টি কোভিড ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। একটি কোভিশিল্ড এবং অপরটি কোভ্যাক্সিন। কাদের কোন ভ্যাকসিন স্যুট করবে, কোন ভ্যাকসিন কাদের নেওয়া উচিত হবে না, এ নিয়ে বিস্তারিত তথ্য দুই ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাই নিজেদের ওয়েবসাইটে আপলোড করে রেখেছে। সেই সব তথ্যে চোখ বুলিয়ে নিয়ে এ বার নিজের পছন্দের ভ্যাকসিন বেছে নেওয়া সম্ভব হবে।