Barak UpdatesHappeningsBreaking News
জমা জল সমস্যার সমাধান চেয়ে ডিসির কাছে হিউম্যান অব শিলচর
ওয়ে টু বরাক, ৬ এপ্রিল ঃ বর্ষার মরশুম শুরু হওয়ার আগেই কৃত্রিম বন্যায় নাজেহাল শিলচর শহরের জনজীবন। বিগত বন্যার ভয়াবহতা কাটিয়ে উঠার পর সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন অঞ্চলে কৃত্রিম বন্যায় ভেসে উঠায় বিগত বন্যার ভয়াবহতা ফের শহরবাসীকে স্মরণ করিয়ে দিল। বর্ষার মরশুম শুরু হতেই জমা জলের সমস্যায় পড়েছেন গোটা শহরবাসী।
এ নিয়ে সরব হল কুড়িটি সংগঠন নিয়ে গঠিত হিউম্যান অব শিলচর নামের সংগঠন। বৃহস্পতিবার সংগঠনের কর্মকর্তারা কাছাড়ের জেলাশাসকের সঙ্গে দেখা করে শহরের জমা জলের সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বিগত ভয়াবহ বন্যার পর কেন শহরের নালা নর্দমা সাফাই করা হয়নি এই প্রশ্ন উত্থাপন করেন তারা। সংগঠনের কর্মকর্তারা অবিলম্বে নালা নর্দমা সাফাই করে শহরকে জমা জল মুক্ত করার আহ্বান জানান।