Barak UpdatesHappeningsBreaking News

জমা জলে কৃত্রিম বন্যা শহরে, ক্ষুব্ধ জনতা

ওয়েটুবরাক, ৬ এপ্রিল : এমনটা যে হতে চলেছে তা বেশ কিছুদিন ধরে আঁচ করা যাচ্ছিল৷ সাধারণ মানুষ এ ব্যাপারে উদ্বেগেও ছিলেন৷ বিভিন্ন সংস্থা-সংগঠন সতর্ক করে দিয়েছিল৷ কিন্তু কোনও কথা কানে তোলেনি সরকার নিয়ন্ত্রিত পুরসভা৷ জেলা প্রশাসন এবং শাসক দলের স্থানীয় কর্মকর্তারাও তথৈবচ৷ ফলে বৃষ্টি নামতেই নাকানিচোবানি খাচ্ছেন শহরের বিশাল সংখ্যক মানুষ৷ বুধবারও বৃষ্টির জল জমে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে শিলচরের বিস্তীর্ণ এলাকায়৷ বিশেষ করে অম্বিকাপট্টি, চার্চ রোড, সোনাই রোড, ন্যাশনাল হাইওয়ে, বিবেকানন্দ রোড প্রভৃতি এলাকায়৷ উৎকণ্ঠা বাড়ছে এই সময়ে লাগাতার বৃষ্টি হতে থাকলে কী হবে৷ চৈত্রের শেষপ্রান্তের এই বৃষ্টিকে মোটেও অস্বাভাবিক বলা যায় না৷ আসলে পুরসভা ও বিভিন্ন সরকারি দফতর সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করাতেই এই দুর্ভোগ৷ পুরসভা যেমন জঞ্জাল সাফাই করেনি, তেমনি সরকারি দফতরগুলিও নালা নির্মাণ, খাল সাফাই করেনি৷ বিভিন্ন এলাকায় অর্ধনির্মিত কাজ আরও বেশি বিপদে ফেলেছে শিলচরবাসীকে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker