Barak UpdatesHappeningsBreaking News
জন্মদিনে শিলচরে উল্লাসকর স্মরণ
ওয়েটুবরাক, ১৬ এপ্রিল: বিপ্লবী উল্লাসকর দত্তের জন্মদিন আজ শুক্রবার শিলচরে নানা কর্মসূচিতে পালিত হয়৷ নতুন কলেবরে সজ্জিত বিপ্লবীর প্রতিমূর্তির সামনে সকাল ৮টায় প্র দী প প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়৷ পৌরোহিত্য করেন বিপ্লবী উল্লাসকর দত্ত স্মৃতি রক্ষা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্যামল কান্তি দেব৷ বিশেষ অতিথির আসন গ্রহণ করেন ড. সুখময় ভট্টাচার্য।
অনুষ্ঠানের প্রারম্ভে উপস্থিত সবাই পুষ্পাঞ্জলি অর্পণ করেন। তারপর স্নেহা পুরকায়স্থ গিটারে রবীন্দ্র সঙ্গীত বাজিয়ে শোনান৷ ড. সৌম্যদীপ রায়চৌধুরী রবীন্দ্রকবিতা আবৃত্তি করেন৷ আলোচনায় অংশ নেন ড. সুখময় ভট্টাচার্য, সাধন পুরকায়স্থ, দুলাল মিত্র, প্র বী রকুমার রায়চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন পীযূষ চক্রবর্তী, শেখর পালচৌধুরী, অশোককুমার দেব, অভিজিৎ বক্সি, অমিতাভ রায়, শিবশঙ্কর রায়, নন্দকুমার সাহা, বিবেক বিশ্বাস, ভা স্ব তী পাল সহ বহু বিশিষ্টজন।
বক্তাদের স্মৃতিচারণে উঠে আসে, বিপ্লবী উল্লাসকর দত্ত বর্তমান বাংলাদেশের কুমিল্লার কালিকচ্ছ গ্রামে ১৮৮৫ সালে জন্মগ্ৰহণ করেন। এন্ট্রান্স পাশ করে কলকাতার প্রেসিডেন্সি কলেজে অধ্যয়ন করেন। অধ্যয়নকালে জনৈক অধ্যাপকের ভারতীয় সম্পর্কে কটুক্তি করায় তাঁর মধ্যে ইংরেজ বিদ্বেষী মনোভাব বৃদ্ধি পায় । ১৯০৫ সালে বঙ্গভঙ্গের বিরোধিতা করতে গিয়ে বিপ্লবী দলে যোগদান করেছিলেন। ১৯০৮ সালে বোমা তৈরির মামলায় ফাঁসির সাজা হয় এবং উচ্চ আদালতে আপিল করার পর ফাঁসির সাজা মাফ করে আন্দামানের জেলে তাঁকে পাঠানো হয়৷ শুরু হয় অকথ্য নির্যাতন। ফলস্বরূপ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন । উল্লাসকর দত্ত ১৯২০ সালে অনেক কষ্টে জেল থেকে মুক্তি পান এবং স্বাধীনতার পর খণ্ডিত বাংলা ত্যাগ করে ১৯৪৮ সালে সস্ত্রীক শিলচরে এসে আমৃত্যু বসবাস করেন। ১৯৬৫ সালের ১৭ই মে প্রয়াত হন এই মহান দেশসেবক। স্বাধীনতার যুদ্ধে যোগদান করা সংগ্রামীদের সরকার পেনশনের ব্যবস্থা করলেও বিপ্লবী উল্লাসকর দত্ত তা গ্রহণ করেননি৷
বক্তারা এও উল্লেখ করেন, এই মহান বীর মুক্তিযোদ্ধার প্রতিমূর্তি স্থাপন করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ করে দিয়েছে বিপ্লবী উল্লাসকর দত্ত স্মৃতিরক্ষা কমিটি। যাদের আত্মবলিদানে, যাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে তাঁদের অন্তত স্মরণে রাখার প্রয়াস অবশ্যই প্রশংসনীয়।
কিছু সংখ্যক মানুষের প্রচেষ্টায় শিলচরে বাগ্মীপুরুষ বিপিন চন্দ্র পাল, উল্লাসকর দত্ত, অসিত ভট্টাচার্য প্রমুখ বিপ্লবীদের প্রতিমূর্তি স্থাপন করা হয়েছে। শিলচরের শ্যামাপ্রসাদ রোডে অবস্থিত বিপ্লবী উল্লাসকর দত্তের প্রতিমূর্তি এবং তাঁর পাদদেশের বিশেষ পুনঃসংস্করণ করলো বিপ্লবী উল্লাসকর দত্ত স্মৃতিরক্ষা কমিটির পক্ষে প্র বীরকুমার রায়চৌধুরী, পীযূষ কান্তি চক্রবর্তী, শেখর পালচৌধুরী জয়জিৎ বিশ্বাস প্রমুখ।
এ দিনে সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন প্র বীর কুমার রায় চৌধুরী। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন পীযূষ কান্তি চক্রবর্তী৷ জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন অশোক কুমার দেব।