Barak UpdatesHappenings
জঙ্গিকর চেয়ে গ্রেফতার
উধারবন্দের পাতিছড়া চা বাগান ম্যানেজারের কাছে ‘ট্যাক্স’ দাবি করা হয়েছিল দুইমাস আগে। এ বার ধরা পড়ল সেই জঙ্গি। ধৃতের নাম জুলাকবে বি রিয়ামে। তার দাবি, সে জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্ট (কেএফ গোষ্ঠী)-এর অডিটর জেনারেল। পুলিশ জানিয়েছে, পাতিছড়া চা বাগানের ম্যানেজারকে টেলিফোনে ১০ লক্ষ টাকা দাবি করেছিল জুলাকবে। বিষয়টি পুলিশে জানানো হয়। তা অবশ্য অজানা থাকেনি জুলাকবের। দ্রুত নিজের মোবাইল থেকে সিমকার্ডটি খুলে রেখে দেয়। এর পরও রেহাই মেলেনি তার। তদন্তকারী দল লাগাতার অনুসন্ধানের পর ওই সিমকার্ডের অবস্থান বের করে। সেই সূত্রেই কাল আইরংমারার ভাড়াবাড়ি থেকে জুলাকবে-কে গ্রেফতার করা হয়। তার মূল বাড়ি ডিমা হাসাও জেলায়। ধৃতের কাছ থেকে একটি ডায়েরি ও একটি মোবাইল সেট বাজেয়াপ্ত করা হয়েছে। সিমকার্ডটিও তার ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা, সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে। তার প্রকৃত পরিচয়ও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
বরাক উপত্যকার চা বাগানে নতুন করে জঙ্গিকর দাবির ঘটনায় চা উতপাদকদের চিন্তা বেড়েছে। দুই দশক আগে জঙ্গি সংগঠনগুলির চাঁদা আদায়ের সহজ ঠিকানা ছিল চা বাগান। বেশ কিছু অপহরণের ঘটনাও ঘটে। মারপিট, গোলাগুলি হয় উপত্যকার বহু বাগানে। তবে জুলাকবে-কে ধরতে পুলিশের সাফল্যে বাগান-কর্তারা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন।