Barak UpdatesHappeningsBreaking News
ছাত্রনেতাকে গুলি : এসআই-কে সাসপেন্ডের নির্দেশ
ওয়েটুবরাক, ৮ ফেব্রুয়ারি : নগাঁওয়ে ছাত্রনেতা কীর্তিকমল বরা-কে মারপিট ও শেষে গুলিবিদ্ধ করার জন্য এসআই প্রদীপ বনিয়াকে সাসপেন্ড করারই নির্দেশ দিল রাজ্য স্বরাষ্ট্র দফতর। সঙ্গে জেলার মাদক বিরোধী স্কোয়াড ভেঙে দিতে বলা হয়েছে৷
স্বরাষ্ট্র দফতরের তরফে অসমের ডিজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে, মাদক বিরোধী স্কোয়াডের দুই এসআই প্রদীপ বনিয়া ও নীলকমল বরার বিরুদ্ধে রুজু হওয়া দুটি মামলার তদন্তভার সিআইডিকে দেওয়া হোক।
গুলিতে নগাঁও কলেজ ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক কীর্তিকে গুলিতে জখম করার ঘটনা এবং পরে তাঁর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ নিয়ে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব পি কে বরঠাকুরের নেতৃত্বে তদন্ত কমিটি গড়া হয়েছিল। কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পরেই রাজ্য স্বরাষ্ট্র দফতর দ্রুত সিদ্ধান্ত নিয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের সুরক্ষা নিশ্চিত করতেও ডিজিপিকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র দফতর। ঘটনা নিয়ে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে- তা স্বরাষ্ট্র দফতরকে জানাতেও বলে দেওয়া হয়েছে।