NE UpdatesHappeningsBreaking News

ছয়গাঁওয়ে বেলাইন গুয়াহাটি-হাওড়া স্পেশাল

ওয়েটুবরাক, ২৫ আগস্ট : আজ বুধবার বেলা ১২টা ২০ মিনিটে গুয়াহাটি স্টেশন থেকে রওয়ানা হয়েছিল হাওড়া স্পেশাল ট্রেন৷ ১টা ৩৬ মিনিটে সেটি রঙিয়া ডিভিশনের ছয়গাঁওতে দুর্ঘটনার মুখে পড়ে৷ যাত্রীভর্তি চার কামরা বেলাইন হয়ে যায়৷ রেললাইন থেকে ছিটকে পড়ে প্যান্ট্রি কারও৷

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ অফিসার গুণিত কৌর জানিয়েছেন, এই দুর্ঘটনায় যাত্রীরা তেমন কোনও চোট পাননি৷ সবাইকে দ্রুত দুর্ঘটনাগ্রস্ত কামরা থেকে সরিয়ে আনা হয়েছে৷ খবর পেয়েই অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন এবং অ্যাক্সিডেন্ট রিলিফ মেডিক্যাল ইকুইপমেন্ট ট্রেন ঘটনাস্থলে ছুটে গিয়েছে৷ পদস্থ রেল আধিকারিকরা সেখানে রয়েছেন৷ কামরাগুলিকে সরিয়ে রেললাইনের মেরামতিতে হাত দেওয়া হয়েছে৷

তবে যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য এই ট্রেনের পেছনের দিকের কামরাগুলিকে কামাখ্যা স্টেশনে নিয়ে আসা হয়েছে৷ সেখান থেকে যাত্রীদের নিউ বঙ্গাইগাঁও পাঠানো হবে৷ সামনের কামরাগুলিকে সোজাই নিউ বঙ্গাইগাঁও নিয়ে যাওয়া হয়েছে৷ সেখান থেকে রাত একটায় এটি হাওড়ার উদ্দেশে রওয়ানা হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker