Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
চুরাইবাড়িতে আটক বাংলাদেশি ভাই-বোন
ওয়েটুবরাক, ২৪ নভেম্বর : অবৈধ উপায়ে সীমান্ত টপকে ভারতে প্রবেশ করে অসম-ত্রিপুরা সীমানার চুরাইবাড়িতে ধরা পড়ল দুই ভাই-বোন।সোমবার রাতে বাসে রুটিন তল্লাশির সময় তাদের দেখে সন্দেহ হয় পুলিশের। জেরায় এরা স্বীকার করে, বাংলাদেশ থেকে কাজের সন্ধানে ত্রিপুরা হয়ে বেঙ্গালুরুতে যেতে চাইছে৷ মহম্মদ জনি তালুকদার (২৪) ও শবনম আক্তার (২৬)-কে এর পরই পুলিশ গ্রেফতার করে৷
আসামের চুরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ মিন্টু শীল জানান, আগরতলা-গুয়াহাটি নৈশ বাসের যাত্রী ছিলেন এই ভাই-বোন। তাদের বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন মদ্যসিদ্ধি গ্রামে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক মহম্মদ জনি জানায়, শবনম তার খুড়তুতো বোন।দীর্ঘদিন ধরে বেঙ্গালুরুতে কাজ করছিল। এবার ভাই জনিকে আনতে বাংলাদেশে গিয়েছিল৷ পরে গত শনিবার ত্রিপুরার আগরতলা সীমান্তের গোপালপুর হয়ে ভারতে প্রবেশ করে। দালালদের সহযোগিতায় উত্তর ত্রিপুরার বাগবাসায় অবস্থান করে সেখান থেকে গুয়াহাটি হয়ে বেঙ্গালুরুতে যাবার জন্য বাসটিতে চড়ে।
পুলিশের তল্লাশিতে তাদের কাছ থেকে বাংলাদেশি বেশ কয়েকটি সিম কার্ড বাজেয়াপ্ত করা হয়৷ মঙ্গলবার তাদের আদালতে তোলা হলে বিচারকের নির্দেশে করিমগঞ্জ জেলে পাঠানো হয়৷