NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
চুরাইবাড়িতে লরি থেকে বাজেয়াপ্ত আড়াই কোটি টাকার গাঁজা, ধৃত ২
ওয়েটুবরাক, ১৬ অক্টোবর : দীর্ঘদিন বিরতির পর ফের বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের নাকা চেকিংয়ে আড়াই কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত হয়েছে৷ আঠারো চাকার লরিতে ওই গাঁজা পাচার করা হচ্ছিল৷ ধরা পড়েছে দুই পাচারকারী। শনিবার গভীর রাতে ত্রিপুরা সীমান্ত পেরিয়ে লরিটি বাজারিছড়ার চুরাইবাড়িতে পৌঁছালে যথারীতি তল্লাশি চালানো হয়৷ রাবারের নির্যাস বোঝাই আঠারো চাকার লরিটির আগরতলা থেকে অসম হয়ে দিল্লি পৌঁছানোর কথা ছিল৷ তল্লাশিতে বাহাত্তরটি রাবারের নির্যাস যুক্ত ড্রামের মধ্যে মোট ২৪০০ কেজি গাঁজা উদ্ধার হয়। ধৃতরা হল পরবিন্দর সিং ও জুয়েল হোসেন৷ লরিচালক পরবিন্দরের বাড়ি পাঞ্জাবের ফরিদকোট জেলার কোর্ট কাপুরায়। জুয়েল গাঁজামালিকের প্রতিনিধি৷ বাড়ি ত্রিপুরার সিপাহিজলা জেলার সোনামুড়া থানাধীন করালিয়ামুড়ায়।
মামলার তদন্তকারী অফিসার দিবাকর গগৈ জানান, তাঁরা নিজে থেকে এনডিপিএস ধারায় একটি মামলা হাতে নিয়েছেন । ধৃতদের সোমবার আদালতে সোপর্দ করা হবে। বাজারিছড়ার চুরাইবাড়ি পুলিশের এই অভিযানকে টুইট করে সাধুবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।