India & World UpdatesHappeningsBreaking News
চিন্ময় প্রভু গ্রেফতারে মোহাম্মদ ইউনুসকে তসলিমা নাসরিনের খোলা চিঠি
ওয়েটুবরাক, নভেম্বর ২৭: বাংলাদেশের সংখ্যালঘু মুখ সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেপ্তারির ঘটনার তীব্র নিন্দা করে সোশাল মিডিয়ায় মোহাম্মদ ইউনুসকে একহাত নিলেন সাহিত্যিক তসলিমা নাসরিন।
সোশাল মিডিয়ায় এক খোলা চিঠিতে তসলিমা লিখলেন, ”ইউনুস সাহেব,আপনি তো দেখছি দেশে কেয়ামত শুরু হলেও চোখ বুঁজে থাকেন। জনপ্রিয় হিন্দু নেতাকে গ্রেফতার করেন তাঁর কোনওরকম দোষ ছাড়াই। নিরীহ হিন্দুদের রাতের অন্ধকারে আর্মি লেলিয়ে হামলা করেন। অগুনতি নিরপরাধ মানুষকে গ্রেফতার করছেন হত্যা মামলায় ফাঁসিয়ে। আপনার প্রিয় জেনজি ছাত্ররা মারামারি হানাহানি লুটতরাজ করেই চলেছে, এদের উদ্দেশে আপনার কোনও উপদেশবাণী বর্ষিত হয় না।”
”একবার মুক্তিযুদ্ধ মানেন না, একবার বেশ মানেন। একবার ভারত বিদ্বেষ দেখান, একবার ভারত প্রেম। আপনি আসলে কোন নীতিতে বিশ্বাস করেন? সন্ত্রাসকে আপনি তো আবার বিজয় উৎসব বলে মনে করেন। মানুষের সামান্য ভিড় দেখলেই ভাবেন আওয়ামী লীগ বুঝি চলে আসছে। তাদের পিটিয়ে তাড়িয়ে হটিয়ে হত্যা করে, জেলে ঢুকিয়ে নিষিদ্ধ করেও ভয় যায়নি, এমনই শাক্তিশালী ভাবেন তাদের? লীগ এলে প্রতিশোধ নেবে, এই ভয়ে মনে হয় রাতে ঘুমোতে পারেন না! আপনি কি জানেন বাংগালির যে শ্রদ্ধা ছিল আপনার প্রতি, সেটি অনেকটাই আর নেই? আফশোস হয় না? নাকি ভাবেন শ্রদ্ধা যত সুখ দেয়, ক্ষমতা দেয় তার চেয়ে বেশি! ”