Barak UpdatesHappeningsBreaking News

চিনু দিদিমণি প্রয়াত, মাতৃহারা জয়দীপ-জয়িতা

২৬ আগস্টঃ প্রয়াত হলেন লামডিঙের জনপ্রিয় চিনু দিদিমণি৷ বুধবার  বিকাল ৪টা ৩ মিনিটে শিলচর সুরেন্দ্র ধর লেনের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ন্যাশনাল হায়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা চিন্ময়ী বিশ্বাস৷ ২০১২-র ফেব্রুয়ারিতে মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটলে তিনি প্রায় কোমায় চলে যান৷ সাড়ে আটবছর শয্যাশায়ী ছিলেন৷

Rananuj

চিন্ময়ীদেবী অত্যন্ত বিদ্যানুরাগী ছিলেন৷ বৃদ্ধবয়সেও নিয়মিত পড়াশোনা করতেন৷ ১৯৫৯ সালে তিনি শিক্ষকতায় যোগ দেন৷ ৩৯ বছর পড়ানোর পর ১৯৯৮ সালে অবসর নেন৷ এর পরই চলে আসেন শিলচরে৷ কাছাড় কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান জয়দীপ বিশ্বাস তাঁর একমাত্র ছেলে৷ এ ছাড়াও তিনি রেখে গেলেন মেয়ে জয়িতা, পুত্রবধূ সুমিতা, নাতনি রচনা, নাতি সুনন্দ সহ অসংখ্য পরিজন ও গুণগ্রাহীদের৷

প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, বিধায়ক দিলীপকুমার পাল, বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরী তাঁর প্রয়াণে শোক ব্যক্ত করেছেন৷ জয়দীপবাবুকে ফোন করে তাঁরা সহমর্মিতা জানান৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker