NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
অভিজিতের নিযুক্তি ঘিরে ক্ষোভে সামিল তিন বিধায়কও, আলোচনা
ওয়েটুবরাক, ৮ এপ্রিলঃ তমালকান্তি বণিককে সরিয়ে অভিজিত পালকে শিলচর জেলা কংগ্রেস সভাপতি মনোনীত করায় কিছুদিন ধরে কংগ্রেসের অভ্যন্তরে মিশ্র হাওয়া বইছে। একাংশ সামনের সারির নেতা-কর্মী নতুন সভাপতিকে দুই এপ্রিল তারিখে বিমানবন্দর থেকে বিপুল অভ্যর্থনা জানিয়ে পার্টি অফিসে নিয়ে আসেন। আবার একাংশ পদাধিকারী এই নিযুক্তির প্রতিবাদে কংগ্রেস অফিসের দিকে যাওয়া বন্ধ করে দিয়েছেন। তমাল বণিক ইতিমধ্যে তাঁর নতুুন পদ গ্রহণে অনীহার কথা প্রদেশ সভাপতিকে জানিয়ে দিয়েছেন। পদত্যাগ করেছেন শিলচর শহর কংগ্রেস কমিটির সভাপতি অতনু ভট্টাচার্য। এ দিকে, বরাকের তিন দলীয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, মিসবাহুল ইসলাম লস্কর ও খলিলউদ্দিন মজুমদার এই রদবদলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের সঙ্গে ন্যূনতম আলোচনা না করে সভাপতি বদলের ঘটনার প্রতিবাদে তিন বিধায়ক একযোগে প্রদেশ সভাপতি ভূপেন বরার কাছে দলীয় পদে ইস্তফা পাঠিয়ে দিয়েছিলেন। ভূপেন বরা অবশ্য সেগুলি হাতে পেয়েই জানিয়ে দিয়েছেন, তাঁদের কারও ইস্তফা গৃহীত হয়নি। বরং আলোচনা করে বিবাদ মেটানোর ব্যাপারে তাঁদের আশ্বস্ত করেন। পরে শুরু হয় দফায় দফায় আলোচনা। শেষে অবশ্য আপাতত বিবাদ মিটে যাওয়ার কথা জানিয়েছেন বিধায়করা। মিসবাহুল ইসলাম বলেন, বিষয়টি এখন হাইকমান্ডের দরবারে। তিনি আশাবাদী, সুষ্ঠু সমাধানের পথেই হাঁটবেন দলের নেতৃবৃন্দ। খলিলউদ্দিন অবশ্য এমন কোনও ঘটনা ঘটেনি বলেই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন। তবে এ কথা উল্লেখ করেছেন, প্রদেশ কংগ্রেস ও কেন্দ্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে, তাতে আমাদের সমর্থন থাকবে।