NE UpdatesHappeningsBreaking News
চার জেল পলাতককে পিটিয়ে মেরে ফেলল মেঘালয়ের গ্রামবাসী
ওয়েটুবরাক, ১১ সেপ্টেম্বর : মেঘালয়ে একসঙ্গে জেল থেকে পালিয়েছিল ছয় বিচারাধীন বন্দি৷ গ্রামবাসী তাদের ধরে চারজনকে পিটিয়ে মেরে ফেলে৷ একজন পালিয়ে বাঁচে৷ রমেশ খার নামে ওই যুবক দুই ট্যাক্সিচালক খুনের অভিযোগে গ্রেফতার হয়েছিল৷ একই মামলায় তার সঙ্গে ধৃত এবং জেলপালানো আইলাভইউ তালাং রয়েছে নিহতদের তালিকায়৷
শনিবার বিকালে মোট ছয়জন জোট বেঁধে প্রহরীদের পিটিয়ে জোয়াই জেল থেকে পালায়। ওয়ার্ডারও জখম হন। পরে তারা পশ্চিম জয়ন্তিয়া জেলার সাংপুঙের জঙ্গলে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু দুই জন খাবার কিনতে বেরিয়ে এলে স্থানীয় জনতা তাদের চিনে ফেলে। গাঁওবুড়ার নেতৃত্বে লাঠিসোটা নিয়ে সবাই জঙ্গলটি ঘিরে ফেলে৷ জেল পলাতকদের ধরে শুরু করে মারপিট। চারজন ঘটনাস্থলে প্রাণ হারায়।
পুলিশ জানিয়েছে, আইলাভইউ ছাড়াও জেল থেকে পালিয়েছিল রমেশ খার, লোডস্টার তাং, সিদোরকি খার, মারসাংকি তারিয়াং ও রিকমেনলাং লামারে। রমেশ গ্রামবাসীদের দেখেই পালিয়ে বাঁচে। নিহতরা হলো আইলাভইউ তালাং, লোডস্টার তাং, সিদোরকি খার, মারসাংকি তারিয়াং।