NE UpdatesAnalyticsBreaking News
চাকরি থেকে বরখাস্ত হলেন দরঙের এসপি রাজমোহন রায়
গুয়াহাটি, ৬ এপ্রিল : অবশেষে চাকরি থেকে বরখাস্ত হলেন দরঙের সাসপেন্ড হওয়া পুলিশ সুপার রাজমোহন রায়। কিশোরী হত্যা মামলায় ঘুষ নেওয়ার অভিযোগে সাসপেন্ড হওয়া এপিএস আধিকারিক রাজমোহন রায়ের এই বরখাস্তের নির্দেশ ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। শনিবার সোশ্যাল মিডিয়ায় এ কথা জানিয়েছেন রাজ্যের পুলিশ প্রধান জিপি সিং।
সামাজিক মাধ্যমে জিপি সিং জানিয়েছেন, শূন্য সহনশীল নীতির আধারে অসৎ আচরণের জন্য দরঙের তখনকার পুলিশ সুপার রাজমোহন রায়কে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এর পাশাপাশি তাকে ভবিষ্যতের নিয়োগের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। ঘটনাটি ২০২২ সালের জুন মাসের। দরং জেলার ধুলা থানার অন্তর্গত কৃষ্ণকমল বরুয়া নামে এক ব্যক্তির ঘরে এক কিশোরীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। এই কিশোরী কৃষ্ণকমল বরুয়ার ঘরে পরিচারিকা হিসেবে থাকতো। পরে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ঘটনার তদন্ত শুরু করে সিআইডি।
তদন্তে জানা যায়, ১৩ বছরের ওই কিশোরীকে হত্যার পর এ ঘটনাকে আত্মহত্যার রূপ দেওয়া হয়েছে। পুলিশ এবং চিকিৎসকের এই ঘটনায় জড়িত অপরাধীর সঙ্গে যোগসাজশ থাকার বিষয়টিও প্রকাশ্যে আসে। হের পরি সাসপেন্ড হোন ধরনের পুলিশ সুপার রাজমোহন রায়। এবার তাকে চাকরি থেকেই বরখাস্ত করা হলো।