NE UpdatesAnalyticsBreaking News
চাইলে চতুর্থীতেও কোভিড টেস্ট করাতে পারবেন পুরোহিতরা : হিমন্ত
১৭ অক্টোবর : বর্তমান কোভিড পরিস্থিতির জন্য রাত সাড়ে ন’টায় পুজো মণ্ডপ বন্ধ করে দেওয়ার কথা বলেছিল রাজ্য সরকার। কিন্তু তিথি অনুযায়ী রাতে দুর্গাপূজার কোনও আচার-অনুষ্ঠান থাকলে তা করা যাবে। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানালেন মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তবে পুরোহিতদের যেকোনও পরিস্থিতিতে কোভিড টেস্ট করাতেই হবে।
মন্ত্রী বলেন, তিনি আগে পঞ্চমী দিন পুরোহিতদের কোভিড টেস্ট করানোর কথা বলেছিলেন। কিন্তু এতে কিছুটা সংশোধন করে তিনি বলেন, পুরোহিতরা চাইলে চতুর্থী দিনই কোভিড টেস্ট করাতে পারবেন। তাঁর কথায়, একজন পুরোহিত পুজোর সময় বহু ভক্তের সংস্পর্শে যাবেন। আর কোনও কারণে তিনি পজিটিভ হলে তাঁর মাধ্যমে করোনা ছড়িয়ে পড়বে। একজন পুরোহিতের মাধ্যমে ৪ দিনে অনেকেই সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পুরোহিতদের কোভিড টেস্টের বিকল্প নেই। তিনি রাজ্যের জনগণকে এ ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।