India & World UpdatesHappeningsBreaking News
চাঁদে দিন শুরু, ঘুম ভাঙছে না বিক্রম-প্রজ্ঞানের
বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর : ঘুম ভাঙছে না ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের। রাত শেষ হয়ে চাঁদের মাটিতে শুরু হয়েছে দিন। এই সময়ই চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানকে জাগিয়ে তোলার পরিকল্পনা ছিল ইসরোর। কিন্তু এখনও জাগানো যায়নি বিক্রম-প্রজ্ঞানকে। এই পরিস্থিতিতেও আশা ছাড়ছেন না বিজ্ঞানীরা।
ইসরোর তরফে জানানো হল, আরও ১৪ দিন অপেক্ষা করবে তারা। বিজ্ঞানীদের আশা, চাঁদের মাটিতে তাপমাত্রা বাড়তে শুরু করলে হয়তো কর্মক্ষম হয়ে উঠবে বিক্রম-প্রজ্ঞান। ৬ অক্টোবর ফের চাঁদের মাটিতে সূর্যাস্ত হওয়ার কথা। তার আগে পর্যন্ত সময় রয়েছে হাতে।
ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, ‘আমরা জানি না কখন এটি জেগে উঠবে। আগামিকাল হতে পারে অথবা চান্দ্র দিবসের শেষ মুহূর্তেও হতে পারে। তবে আমরা চেষ্টা করছি। ল্যান্ডার এবং রোভার জেগে উঠলে সেটা একটা বিরাট প্রাপ্তি হবে।’
প্রথমে ঠিক ছিল, শুক্রবার থেকেই বিক্রম-প্রজ্ঞানকে জাগানোর প্রক্রিয়া শুরু করা হবে। কিন্তু পরে জানানো হয় অনিবার্য কারণবশত সেই প্ৰক্ৰিয়া স্থগিত রাখা হচ্ছে। কিন্তু এরপর চেষ্টা শুরু হলে দেখা যায় সাড়া মিলছে না । শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও ঘুম ভাঙেনি তাদের। যদি শেষপর্যন্ত ইসরোকে সংকেত পাঠাতে পারে প্রজ্ঞান, তাহলে আবারও নতুন তথ্য জানা যেতে পারে। তা না হলে চাঁদের দক্ষিণ মেরু বিজয়ের প্রতীক হিসাবেই চন্দ্রপৃষ্ঠে থেকে যাবে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার ও রোভার।