NE UpdatesHappeningsBreaking News
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন সরকারি আধিকারিক, ঘর থেকে উদ্ধার ৮০ লক্ষ
গুয়াহাটি, ১৩ মে : ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক সরকারি আধিকারিক। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যবাহী বাস্তুকার জয়ন্ত গোস্বামী দুর্নীতি দমন শাখার কর্মীদের হাতে ঘুষ নিতে গিয়ে আটক হলেন। হেঙরাবাড়ির ধৃতিপ্রভা নামের একটি হোটেলে কুড়ি হাজার টাকা নেওয়ার সময় দুর্নীতি দমন শাখার জালে পড়েন ওই আধিকারিক। জানা যায়, জয়ন্ত গোস্বামী জনস্বাস্থ্য কারিগরি বিভাগের উত্তর লক্ষীপুর সংমন্ডলের কার্যবাহী বাস্তুকার।
এদিকে এই সরকারি কর্তাকে আটক করার পর তার হ্যাংরাবাড়ির বাসভবনে অভিযান শুরু করে দুর্নীতি দমন শাখা। এই অভিযানে গোস্বামীর ঘর থেকে ৭৯ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা বাজেয়াপ্ত করা হয় বলে জানা গেছে। উল্লেখ্য, গগৈ পদবীর একজন ঠিকাদারের কাছ থেকে বিল ছাড়ার জন্য ঘুষ দাবি করেছিলেন এই আধিকারিক। এরপরই ওই ঠিকাদার দুর্নীতি দমন শাখার সঙ্গে যোগাযোগ করেন। সে অনুযায়ী অভিযানের নেমে তাকে হাতেনাতে ধরে ফেলে দুর্নীতি দমন শাখা।