Barak UpdatesHappeningsBreaking News
ঘুষ আদায় করে ধৃত দুই কৃষিকর্তা
ওয়েটুবরাক, ২৬ এপ্রিলঃ ঘুষ আদায় করে হাতেনাতে ধরা পড়লেন শিলচরের দুই কৃষিকর্তা। একজন কৃষি বিভাগের কাছাড় ডিভিশনের ভারপ্রাপ্ত এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার নীলাঞ্জন দাস। অন্যজন জুনিয়র ইঞ্জিনিয়ার শ্যামাপ্রসাদ পুরকায়স্থ।
দুইজনে মিলে একজনের বিল পাস এবং পরে কাজ দেওয়ার জন্য ২০ হাজার চেয়েছিলেন। অভিযোগ পেয়ে ভিজিল্যান্স শাখা ফাঁদ পাতে। তাতেই ধরা পড়ে যান তাঁরা। ঘুষের টাকা পাঠিয়ে ভিজিল্যান্স শাখার কাছে হাতেনাতে ধরা পড়ে যান।