India & World UpdatesHappeningsBreaking News
ঘরোয়া সিলিন্ডারের দাম বাড়ল ৫০ টাকা
নতুন দিল্লি, ১ মার্চ : ফের গৃহস্থের রান্নাঘরে দামের আগুন। সিলিন্ডারপিছু রান্নার গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা। বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু দাম বাড়ল ৩৫২ টাকা। সংবাদ সংস্থার খবর, ১৪.২ কেজি এলপিজি রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছে। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দামও বেড়েছে ৩৫০ টাকা ৫০ পয়সা। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার এখন দিল্লিতে ২১১৯ টাকা ৫০ পয়সা। ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম ১১০৩ টাকা। আজ থেকে কার্যকর হবে এই নতুন দাম। দিল্লিতে রান্নার গ্যাসের দাম ছিল ১০৫৩ টাকা, আজ থেকে বেড়ে হল ১১০৩ টাকা। মুম্বইতে গ্যাসের দাম ছিল ১০৫২টাকা ৫০ পয়সা, হল ১১০২ টাকা ৫০ পয়সা। কলকাতায় গ্যাসের দাম ছিল ১০৭৯ টাকা, আজ থেকে বেড়ে হল ১১২৯। চেন্নাইতে এলপিজির দাম ১০৬৮ টাকা ৫০ পয়সা, আজ থেকে ১১১৮ টাকা ৫০ পয়সা ধার্য করা হবে।
জানুয়ারিতে সারা দেশজুড়েই বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২৫ টাকা করে বেড়েছিল। প্রত্যেক মাসের শুরুতেই দেশের ওয়েল মার্কেটিং কোম্পানিগুলি বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানির দামের পুনর্বিশ্লেষণ করে পেট্রোল-ডিজেল ও এলপিজি সিলিন্ডারের দাম ধার্য করা হয়। বিগত দু মাস ধরে এলপিজি গ্যাসের দাম অপরিবর্তিতই রাখা হয়েছিল। প্রত্যেক পরিবারের ক্ষেত্রে বছরে ১২টি সিলিন্ডারের ক্ষেত্রে ভর্তুকি দেয় সরকার। ১২টির পরে গ্যাস সিলিন্ডার বাজারমূল্য অনুযায়ীই কিনতে হয়।
সিলিন্ডারের উপর ভর্তুকিও এখন কোথাও একেবারেই মেলে না। কোথাও মিললে তা-ও নামমাত্র। তার ওপর হঠাৎ করে রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় হোটেল-রেস্তোরাঁয় খাবারের দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। মে মাসে প্রথমবার হাজারের গণ্ডি পার করেছিল এলপিজি-র দাম। গত দেড় বছরে অনেকবার দাম বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের।