Barak UpdatesHappeningsBreaking News
গ্রামোন্নয়নের কাজে গতি আনতে হাইলাকান্দিতে কমিটি
ওয়েটুবরাক, ২৮ মে : হাইলাকান্দি জেলায় গ্রামোন্নয়নের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, মনরেগা, ফোর্টিন ফাইনান্স, ফিফটিন ফাইনান্স ইত্যাদি কাজের তদারকির জন্য জেলাভিত্তিক দু’টি সুপারভাইজিং কমিটি গঠন করলেন জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জয়দীপ শুক্লা। সরকারি আধিকারিক সহ জনপ্রতিনিধিদের নিয়ে জনস্বার্থে ওই সুপারভাইজিং কমিটি গঠন করা হয়েছে । জেলা ভিত্তিক দুটি তদারকি কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শুক্লা । তাছাড়া প্রথম কমিটির সদস্য সচিব হিসেবে এ ও কমরুল ইসলাম চৌধুরী৷ সদস্য হিসেবে অন্যদের মধ্যে বিধায়ক প্রতিনিধি, সংশ্লিষ্ট এলাকার জেলা পরিষদ সদস্য প্রতিনিধি, সংশ্লিষ্ট জিপির সভাপতি, এপি সদস্য, জেই, এই, জিপিসি, ভারপ্রাপ্ত ডিস্ট্রিক্ট আইটি অফিসার এবং সুধাংশু শেখর পাল রয়েছেন ।
অন্যদিকে দ্বিতীয় কমিটির চেয়ারম্যান জয়দীপ শুক্লার সঙ্গে সদস্য-সচিব হিসেবে রয়েছেন শঙ্খশুভ্র চৌধুরী।
জেলাভিত্তিক দুটি তদারকি কমিটি প্রত্যেক সপ্তাহে কাজের সূচি অনুমোদনের জন্য জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের কাছে জমা দেবে৷ এ ছাড়া কমিটি দুটি নিয়মিত প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ সরেজমিনে পরিদর্শন করে রিপোর্ট প্রদান, পিএমজিওয়াই নিয়ে অভিযোগ খতিয়ে দেখা ছাড়াও মনরেগা, ফোর্টিন ফাইনান্স, ফিফটিন ফাইনান্সের কাজ দেখাশোনা করবে ।