NE UpdatesHappeningsBreaking News
গৌরীপুর রাজার হাওয়া মহলের দায়িত্ব নিল সরকার
ওয়েটুবরাক, ৩ জানুয়ারি: গৌরীপুর রাজার হাওয়া মহল অধিগ্রহণ করল আসাম সরকার। সোমবার ধুবড়ির গৌরীপুরে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আনুষ্ঠানিকভাবে হাওয়া মহলের দায়িত্ব নিলেন। জমিদার প্রভাত চন্দ্র বরুয়া ১৯১৪ সালে গদাধর নদীর পারে, টিলার মাথায় এই হাওয়া মহল তৈরি করেছিলেন। খরচ হয়েছিল ৩ লক্ষ ২০ হাজার টাকা। পরে সেখানেই থেকেছেন গোয়ালপাড়িয়া গানের রানি প্রতিমা বরুয়া পান্ডে। বরুয়া পরিবারের তরফেই ওই দোতলা মহলকে সংস্কার ও সংরক্ষণের ব্যবস্থা করে সংগ্রহশালায় রূপান্তরিত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। রাজ্য সরকার বাড়ি অধিগ্রহণ বাবদ বরুয়া পরিবারকে ১৫ কোটি ২০ লক্ষ টাকা দিল।
হস্তান্তরের পরে জনসভা করে হিমন্ত জানান, হাওয়া মহলকে ঐতিহ্য স্মারক হিসেবে গড়ে তোলা ও সেখানে সংগ্রহশালা তৈরি করে বরুয়াদের ইতিহাস ও ঐতিহাসিক নানা সম্পদকে সংরক্ষণ করা হবে৷ তিনি বলেন, পরিবারের এমন ঐতিহ্যশালী ভবন সরকারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত খুবই কষ্টকর। কিন্তু বিজ্ঞানসম্মত সংরক্ষণের অভাবে হাওয়া মহলে থাকা রাজ পরিবারের বিভিন্ন সামগ্রী, স্মারক, প্রাণীদের মাথা, অস্ত্রশস্ত্র নষ্ট হতে বসেছিল। সরকার সেগুলির যথাযথ রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করবে৷ ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যেই হাওয়া মহল সংস্কার ও সংগ্রহশালা তৈরির কাজ শেষ হয়ে যাবে। ২০২৪ সালের জানুয়ারিতে তা জনতার জন্য খুলে দেওয়া হবে৷ হিমন্তের কথায়, তখনই হবে গোয়ালপাড়িয়া গানের সম্রাজ্ঞী প্রতিমা বরুয়ার প্রতি উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি প্রদান।
Offered Bhumi Pujan for renovation of Hawa Mahal, residence of legendary Goalpariya folk singer Pratima Pandey Baruah at Gauripur, after her family handed over its possession to GoA.
Work on turning the historic house into a heritage site is likely to be completed by 1 Jan 2024. pic.twitter.com/Eqmh518UMU
— Himanta Biswa Sarma (@himantabiswa) January 2, 2023