Barak UpdatesHappeningsBreaking News
গোবিন্দ সিংঘলের ফাঁসির আদেশ খারিজ করে যাবজ্জীবন কারাদণ্ড
ওয়েটুবরাক, ১৩ এপ্রিল: গোবিন্দ সিংঘলের ফাঁসির আদেশ খারিজ করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল গৌহাটি হাই কোর্ট।
শ্বেতা আগরওয়ালকে হত্যার দায়ে তার প্রেমিক গোবিন্দ সিংঘলকে মৃত্যুদণ্ড দিয়েছিল কামরূপ মহানগরের ফাস্ট ট্র্যাক আদালত। গোবিন্দর পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্টের নির্দেশে ফের শুনানি চলে জেলা দায়রা আদালতে। এতদিন পরে সেখানে গোবিন্দের ফাঁসির আদেশ খারিজ করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল। ২০১৭ সালে গোবিন্দের বাড়ির শৌচাগার থেকে শ্বেতার অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ। খুনের ঘটনায়, দেহ লুকোতে ও তথ্য লোপাটে সাহায্য করায় গোবিন্দের মা কামলি দেবী ও বোন ভবানী সিংঘলকেও গ্রেফতার করে পুলিশ। তাঁদেরও যাবজ্জীবনের সাজা হয়েছিল। কিন্তু হাইকোর্ট ওই দুজনকে দোষমুক্ত ঘোষণা করেছে। শ্বেতার বাবা ওমপ্রকাশ আগরওয়াল আদালতের রায়ে ক্ষুণ্ণ হলেও বলেন, গোবিন্দ বরাবর নিজেকে নির্দোষ দাবি করেছে কিন্তু সাজা কমলেও প্রমাণ হল যে সে দোষী।