Barak UpdatesHappeningsBreaking News
গৈরিক ভারতের সর্বভারতীয় প্রশিক্ষণ বর্গ শিলচরে, প্রস্তুতি তুঙ্গে
২০ জানুয়ারি: প্রথমবারের মতো সর্বভারতীয় প্রশিক্ষণ বর্গ করছে গৈরিক ভারত৷ লাঠি, থাংতা-কারাটে-কুংফু, যোগাসন ইত্যাদির সঙ্গে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাবলম্বনে। সে জন্য কার ড্রাইভিং, স্কুটি, বাইক চালনা, সেলাই, বিউটি পার্লার কোর্স, টেডি বিয়ার বানানো, বিভিন্ন উপহার সামগ্রী তৈরি, মাছের আধুনিক চাষের জন্য বায়োফ্লক, সাংবাদিকতা, কম্পিউটার ইত্যাদি বিভিন্ন প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে৷ শিলচরের মালিনী বিলে থাকা ভারত সেবাশ্রম সংঘ প্রাঙ্গণে আগামী ৩০শে জানুয়ারি থেকে ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রশিক্ষণ প্রদান করা হবে৷
এই প্রশিক্ষণ বর্গে মুখ্য শিক্ষক হিসেবে থাকবেন রাজস্থানের প্রশান্তজি, বৌদ্ধিক প্রমুখ হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গের সাত্যকি সওদাগর, মার্শাল আর্ট ‘থাংতা’ গ্র্যান্ড মাস্টার কুন্দল ক্ষেত্রিময়ুম প্রমুখ। তাতে মুখ্য পৃষ্ঠপোষক হিসেবে থাকছেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী সাধনানন্দ মহারাজ, বর্গাধিকারী ডা. কুমার কান্তি দাস৷ উপস্থিত থাকবেন গৈরিক ভারতের সভাপতি মণিভূষণ চৌধুরী এবং নানু ভট্টাচার্যও।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে প্রশিক্ষণ বর্গ নিয়ে মত বিনিময় করেন কাছাড় জেলার প্রভারি তথা উপদেষ্টা সুজিত রায়, জেলা সাধারণ সম্পাদক রাজদীপ ভট্টাচার্য্য, সংগঠন সম্পাদক মধুমত্তমা দাস কানুনগো, থাংতা গ্র্যান্ড মাস্টার কুন্দল ক্ষেত্রীময়ুম, প্রদীপকুমার রায়, অসীম চক্রবর্তী, সুরজ নাথ, জয়িতা রায়, গৌতম শীল প্রমুখ৷