NE UpdatesBusinessBreaking News
গুয়াহাটি-আইজল বিমান চালু করল গো-এয়ার
১৫ অক্টোবর : মঙ্গলবার আইজল-গুয়াহাটি বিমান পরিষেবা শুরু হল। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা এ দিন গো-এয়ার বিমান পরিষেবা চালু করেন। লেংপুই বিমানবন্দর থেকে গো-এয়ারের প্রথম এয়ারবাস ৩২০ গুয়াহাটির উদ্দেশে উড়ে যায়। দুই রাজ্যের রাজধানীর মধ্যে বিমান পরিষেবা শুরু হওয়ার খবর এ দিন টুইটারে নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
গো-এয়ার বিমান জি-এইট ২৪৮ গুয়াহাটি থেকে ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে এবং আইজল পৌছবে ৭টা ৫০ মিনিটে। রিটার্ন ফ্লাইট জি-এইট ২৪৯ আইজল থেকে ছাড়বে সকাল ৮টা ৪০ মিনিটে এবং গুয়াহাটি পৌছবে ৯টা ৫০ মিনিটে। বিমান কোম্পানি ফেরত ভাড়া ২৪৯৮ টাকা বলেও ঘোষণা করেছে। এই রুটে প্রতিদিন বিমানটি চলবে। তাছাড়া কলকাতার যাত্রীরাও গুয়াহাটি পৌঁছে সংযোগ বিমানটি ধরতে পারবেন। প্রসঙ্গত, গত ১১ মাসে গোএয়ার মোট ১৬টি নতুন বিমান তাদের নেটওয়ার্কে যুক্ত করেছে।