Barak UpdatesHappeningsBreaking News
গুয়াহাটির মত চিকিতসাসুবিধা শিলচরেও চাই, বললেন পীযূষ
২৬ আগস্ট : গুয়াহাটি মেডিক্যাল কলেজের মত চিকিতসার সুবিধা শিলচর মেডিক্যাল কলেজেও পাওয়া প্রয়োজনl একে বাস্তবায়িত করাই বর্তমান সরকারের লক্ষ্য, বুধবার শিলচরে বসে এমনই দাবি করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী পীযূষ হাজরিকাl তিনদিনের সফরসূচি নিয়ে শিলচর এসে তিনি বুধবার জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে মিলিত হন l সেখানেই মন্ত্রী হাজারিকা বলেন, স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও সেটাই চাইছেনl তাই তিনি বিশেষজ্ঞ চিকিতসকের দল নিয়ে শিলচরে এসেছেনl খতিয়ে দেখছেন, গুয়াহাটি মেডিকেল কলেজের মত চিকিতসা সুবিধে পেতে হলে কী করা প্রয়োজনl আরোও কী কী এথানে সংযোজন করা যেতে পারে, তাও বিবেচনায় রয়েছেl শিলচরে যে আইসিইউর শয্যা সংখ্যা কম, নিজেই এর উল্লেখ করে মন্ত্রী হাজরিকা জানান, এই সময়ে শিলচর মেডিক্যালে 14টি আইসিইউ শয্যা রয়েছেl 10-12 দিনের মধ্যে একে দ্বিগুণ করে তুলতে নির্দেশ দেওয়া হয়েছেl সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণও শুরু হয়ে গিয়েছেl
তাঁর কথায়, গত দুই মাসে রাজ্যে শতাধিক রোগীর মৃত্যু হয়েছেl এর মধ্যে 22 জনকে মৃত্যুর পূর্বমূহুর্তে হাসপাতালে আনা হয়েছিল l তাই চিকিতসারই সুযোগ মেলেনিl তিনি আহ্বান জানান, কোভিডের লক্ষণ দেখামাত্র যেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়l সাবধানতার অঙ্গ হিসেবে সবাই যেন মাস্ক পরেনl সামাজিক দূরত্ব মেনে চলেনl রোগ বেড়ে যাওয়ার পর হাসপাতালে গেলে যে কম বয়সিরাও মৃত্যুমুখে পতিত হন, গুরুত্বের সঙ্গে তিনি তা উল্লেখ করেনl পীযূষবাবু বলেন, সময়ে হাসপাতালে পৌঁছালে সুচিকিৎসা করা সম্ভব হয়l প্রয়োজনে প্লাজমারও ব্যবস্থা করা যাায়l
জেলাশাসকের জারি নির্দেশিকাকে লকডাউন বলে উল্লেখ করায় জেলা বিজেপি সভাপতি কৌশিক রাই পত্রপত্রিকার ওপর অসন্তোষ প্রকাশ করেনl বলেন, বিভিন্ন বিভ্রান্তমূলক খবর প্রকাশিত হচ্ছেl এর বিহিত ব্যবস্থা নেওয়া দরকার l তাঁর কথায়, জেলাশাসক শুধুমাত্র নির্দেশিকা জারি করেছেন, লকডাউন নয়l বিভ্রান্তিমূলক খবর মানুষকে আতঙ্কিত করছে l তবে তিনি শিলচর মেডিকেল কলেজের আইসিইউ-তে থাকা একজন মহিলা রোগীর শারীরিক নিগ্রহ ( চড় মারা)-এর অভিযোগে পূর্ণ তদন্তের আবেদন জানান l
জেলা বিজেপির সাধারণ সম্পাদক কণাদ পুরকায়স্থ নার্সিংহোম গুলিতে করোনার চিকিৎসার ব্যবস্থা এবং প্রাইভেট ডাক্তারদের এর চিকিৎসায় এগিয়ে নিয়ে আসার জন্য মন্ত্রী এবং জেলাশাসকের হস্তক্ষেপ কামনা করেন l
তিন বিধায়ক দিলীপ পাল, কিশোর নাথ ও অমরচাঁদ জৈন, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সীমান্ত ভট্টাচার্য সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ সভায় তাদের বক্তব্য এবং মতামত তুলে ধরেন l শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. বাবুল বেজবরুয়া, অতিরিক্ত পুলিশসুপার জগদীশ দাসও উপস্থিত ছিলেন l