NE UpdatesHappeningsBreaking News
গুয়াহাটির পতঞ্জলি যোগপীঠে ২৫০ শয্যার কোভিড হাসপাতাল শুরু, জানালেন হিমন্ত
৩০ জুন ঃ কামরূপ মেট্রো জেলার পলাশবাড়িতে থাকা পতঞ্জলি যোগপীঠে ২৫০ শয্যার কোভিড-১৯ হাসপাতাল মঙ্গলবার থেকে কাজ শুরু করেছে। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এ কথা ঘোষণা করেছেন। মন্ত্রী এ দিন কোভিড রোগীদের জন্য প্রস্তুত করা এই হাসপাতালটি সরজমিনে পরিদর্শন করেন। এ সম্পর্কে তিনি বলেছেন, পতঞ্জলি যোগপীঠে ২৫০ শয্যার কোভিড হাসপাতাল কাজ শুরু করায় সত্যিই খুব খুশি লাগছে। এই হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের রাজ্য সরকারের তরফে সব রকমের সাহায্য করা হবে। তিনি বলেন, এই হাসপাতাল কাজ শুরু করায় মহামারি প্রতিরোধে রাজ্যে পরিকাঠামো আরও মজবুত হবে।
গত ২৭ জুন স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, পতঞ্জলি যোগপীঠের কোয়ারেন্টাইন সেন্টারকে কোভিড হাসপাতালে পরিবর্তিত করা হবে। ওই সময় মন্ত্রী স্বাস্থ্য বিভাগের কর্তাদের নিয়ে সেন্টারটি পরিদর্শন করেছিলেন। প্রসঙ্গত, গত কয়েকদিনে গুয়াহাটিতে করোনা সংক্রমণ মারাত্মক হারে বেড়েছে। বাইরের রাজ্য থেকে আসামের বাসিন্দারা ফিরে আসার পরই আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়তে থাকে। এর প্রেক্ষিতেই কোভিড রোগীদের জন্য চিকিৎসার ব্যবস্থা করতে নতুন করে চিন্তাভাবনা করতে বাধ্য হয়েছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ।