India & World UpdatesHappenings
গুরুদাস দাশগুপ্ত প্রয়াতCPI leader Gurudas Dasgupta passes away
৩১ অক্টোবরঃ প্রাক্তন সিপিআই সাংসদ গুরুদাস দাশগুপ্ত আর নেই। বেশ কিছুদিন ধরে নানা ধরনের বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। বৃহস্পতিবার সকাল ছ’টা নাগাদ কলকাতার বাড়িতে জীবনাবসান ঘটে এই প্রবীণ রাজনীতিকের। রেখে গিয়েছেন স্ত্রী ও এক মেয়ে।
গুরুদাস দাশগুপ্তর প্রয়াণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, ‘‘সাংসদ এবং শ্রমিক সংগঠনের নেতা হিসেবে ওঁর অবদান মনে রাখবে দেশ।’’ শোকজ্ঞাপন করে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালও। পশ্চিমবঙ্গ সিপিএম-এর তরফেও শোকবার্তা জানিয়ে টুইট করা হয়েছে।
গুরুদাস দাশগুপ্ত ১৯৮৫ সালে সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেছিলেন। রাজ্যসভার সাংসদ ছিলেন প্রথমবার। পরে ২০০৪ সালে পাঁশকুড়া থেকে জিতে লোকসভায় যান। পরের বার ঘাটাল থেকে নির্বাচিত হন। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তিনি পাঁচ বার সাংসদ ছিলেন।
২০০১ সালে সিপিআই-এর শ্রমিক সংগঠন এআইটিআইসির সাধারণ সম্পাদক নির্বাচিত হন গুরুদাস দাশগুপ্ত। টানা ১৭ বছর এআইটিইউসির শীর্ষ পদে থাকার পর অব্যাহতি নিয়েছিলেন তিনি।