NE UpdatesHappeningsBreaking News

গুয়াহাটি আইআইটি ছাত্রের আইএস যোগ! গ্রেফতার

ওয়েটুবরাক, ২৪ মার্চ : নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস-এ যোগ দিতে যাচ্ছিল এক আইআইটি পড়ুয়া ৷ শনিবার সন্ধ্যায় হাজোতে স্থানীয় জনতা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন ৷

 চারদিন আগে ধুবরি জেলায় আইএস প্রধান ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছিল ৷ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত টপকে ভারতে ঢুকেছিল আইএসের প্রধান হরিশ ফারুকি ওরফে হরিশ আজমল ফারুকি ৷ তার সঙ্গেই ছিল তার সঙ্গী অনুরাগ সিং ওরফে রেহান ৷

অ্যাডিশনাল পুলিশ সুপার কল্যাণ কুমার পাঠক বলেন, “আমরা একটা ইমেল পাই ৷ এই মেলের সত্যতা যাচাই করতে তদন্ত শুরু করি ৷” জানা গিয়েছে, এই মেলটি পাঠিয়েছিল এক  আইআইটি পড়ুয়া ৷ সে দাবি করেছিল, আইএসআইএস সংগঠনে যোগ দিতে যাচ্ছে ৷

পুলিশ আধিকারিক আরও জানান, এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে গুয়াহাটির আইআইটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ তারা জানায়, ওই পড়ুয়াকে দুপুর থেকে পাওয়া যাচ্ছে না ৷ তার মোবাইল ফোনও বন্ধ ৷ ওই পড়ুয়ার প্রসঙ্গে এএসপি জানান, আইএস জঙ্গি সংগঠনে যোগ দিতে যাওয়া পড়ুয়া দিল্লির ওখলার বাসিন্দা ৷ সে আইআইটি-র চতুর্থ বর্ষের ছাত্র ৷ পড়ুয়াকে ধরতে সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযান শুরু হয় ৷ গুয়াহাটি থেকে ৩০ কিমি দূরে হাজো এলাকায় স্থানীয়দের সাহায্যে তাকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ ৷

এএসপি পাঠক বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে এসটিএফ কার্যালয়ে নিয়ে আসা হয় ৷ আমরা ওই ইমেল পাঠানোর কারণ নিয়ে তদন্ত করছি ৷” ওই পড়ুয়ার হস্টেলের ঘর থেকে একটি কালো রঙের পতাকা পাওয়া গিয়েছে ৷ সেটি আইএসআইএস জঙ্গি সংগঠনের পতাকার মতোই দেখতে ৷ ওই পতাকাটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে ৷ তাঁরা খতিয়ে দেখছেন, ওই পতাকাটি আদৌ কোনও জঙ্গি সংগঠনের কিনা ৷ তিনি আরও বলেন, “ওই পড়ুয়ার কাছ থেকে বেশ কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে ৷ সেগুলি তদন্ত করে দেখা হচ্ছে ৷ এখনই কিছু বলা যাবে না ৷”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker