Barak UpdatesHappeningsBreaking News
গান্ধী মামলায় হাইলাকান্দি থানায় অতীন দাশ, জামিনে মুক্ত
ওয়েটুবরাক, ২৬ আগস্ট : মহাত্মা গান্ধীকে ব্রিটিশের চর বলে মামলায় জড়ালেন কবি-সাংবাদিক অতীন দাশ৷ হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি সামসুদ্দিন বড়লস্করের দায়ের করা মামলায় শুক্রবার তাঁকে হাইলাকান্দি থানায় ডেকে পাঠানো হয়৷ তিনি এ দিন দুপুরে থানায় গেলে তাঁর বক্তব্য নথিভুক্ত করা হয়৷ হাসপাতালে পাঠিয়ে স্বাস্থ্যপরীক্ষা করা হয়৷ এর পরই শুরু হয় জামিন দেওয়ার প্রক্রিয়া৷ পুলিশ জানিয়েছে, অতীন দাশ সত্তরোর্ধ্ব বলে বয়সের কথা বিবেচনায় রেখে তাঁকে থানা থেকেই জামিনে মুক্তি দেওয়া হয়৷
অতীনবাবুর পুত্র, আইনজীবী অমলাভ দাশ তাঁর সঙ্গে ছিলেন৷ তিনিই জামিন সংক্রান্ত কাজকর্ম সেরে বাবাকে নিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরেন৷
অতীনবাবু অবশ্য তাঁর বক্তব্যে অনড় রয়েছেন৷ পুলিশকেও বলেন, তিনি তাঁর গান্ধী সম্পর্কীয় পড়াশোনা থেকেই এমন কথা বলেছেন৷ পরে থানা থেকে বেরিয়েও শোনান, তাঁর অভিব্যক্তি একই রয়েছে৷ যারা মামলা করেছেন, সে তাঁদের ব্যাপার৷ তবে তিনি তাঁর বক্তব্য আদালতে নথি-পত্র দিয়ে প্রমাণ করবেন৷