Barak UpdatesBreaking News

শিলচরের মালুগ্রামে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল গৈরিক ভারত
Fire at Malugram, Goirik Bharat stand besides those who suffered loss

৬ মার্চ : শিলচর মালুগ্রামের ১ নম্বর ওয়ার্ডের দেবীপ্রসাদ রোডে মঙ্গলবার রাত দুটোয় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মীনা দেবের বাসগৃহ পুরোপুরি ভষ্মীভূত হয়ে যায়। আগুন থেকে ঘরের কোনও সামগ্রী বাঁচানো যায়নি। আগুন লাগার সময় ঘরে ছিলেন মীনা দেবের শাশুড়ি ৯০ বছর বয়সী নন্দরানি দেব, ছেলে বিশাল দেব ও কন্যা বীনা দেব। সবাই কোনক্রমে রক্ষা পেলেও ঘরের কোনও সামগ্রী বের করা সম্ভব হয়নি। আগুন লাগার কারণ জানা যায়নি।

Rananuj

গৈরিক ভারতের শিলচর নগর সভাপতি প্রবাল পালচৌধুরীর নেতৃত্বে এক প্রতিনিধি দল ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন। তারা বিভিন্ন ত্রাণ সামগ্রী মীনা দেব ও তাঁর পরিবারের লোকজনের হাতে প্রাথমিকভাবে তুলে দেন। তাঁরা আরও জানান, পরে আবারও গৈরিক ভারত বিভিন্ন সহায়তা সামগ্রী নিয়ে উপস্থিত থাকবে।

ত্রাণসামগ্রী বন্টনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মণিভূষণ চৌধুরী, রাজ্য সম্পাদক রাজু চন্দ্র দাস, নগর কার্যকরী সভাপতি কাজল দাস, জেলা কার্যকরী সদস্যা অর্চনা দেব, নগর কার্যকরী সদস্য তাপস ভট্টাচার্য ও কানাই দেবনাথ প্রমুখ। অসহায় মীনা দেবের পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়ানোর জন্য গৈরিক ভারতের কর্মকর্তারা শিলচর শহরের জনগণের কাছে আবেদন রেখেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker