Barak UpdatesHappeningsBreaking News
গাছ লাগিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন এবিভিপির
৫ জুন : কোভিড পরিস্থিতির মধ্যে এ বার অনাড়ম্বরভাবেই বিশ্ব পরিবেশ দিবস পালন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের গুরুচরণ কলেজ শাখা। এ দিন বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা প্রথমে কলেজ চত্বরে বৃক্ষরোপণ করেন। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের সঙ্গে ছিলেন কলেজের অধ্যাপক জয়চন্দ্র সিনহা এবং অধ্যাপক কৃষ্ণ চন্দ্র দাস।
তাছাড়া অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের গুরুচরণ কলেজ শাখার পক্ষ থেকে এ দিন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করে গাছ তুলে দেওয়া হয়। তাছাড়া তারাপুর পুলিশ আউটপোস্ট এবং শিলচর সদর থানায় গিয়ে সদস্যরা কর্তৃপক্ষের হাতে গাছের চারা তুলে দেন। পরিষদের পক্ষ থেকে প্রত্যেককে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং সুস্থ থাকার জন্য সবাইকে গাছ লাগাতে ও এর যত্ন নিতে আবেদন জানানো হয়।
এদিন পুরো কর্মসূচিতে উপস্থিত ছিলেন গুরুচরণ কলেজ শাখার সভাপতি স্নেহাল চক্রবর্তী, সম্পাদক বিশাল নাথ, শিলচর শাখার আন্দোলন প্রমুখ রোহিত চন্দ, তুষার ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ।