Barak UpdatesBreaking News
গরিবের টাকা ঘনিষ্ঠদের পাইয়ে দিচ্ছেন! জিপি সভাপতির বিরুদ্ধে ডিসিকে নালিশ
২৬ মে: রেশন কার্ড না থাকা গরিব মানুষেরা জিপির মাধ্যমে ১ হাজার টাকা করে আর্থিক অনুদান পাবেন, করোনাকালে সরকারের এমন ঘোষণার সঠিক বাস্তবায়ন নেই ৩৬ নং মণিয়ার খাল জিপিতে। এমন অভিযোগ জিপির একাংশ নাগরিকের। মঙ্গলবার এমর্মে বিস্তারিত জানিয়ে কাছাড়ের জেলাশাসকের উদ্দেশে একটি স্মারকপত্রও পেশ করেন তাঁরা। এতে জিপির অমরসিং, চন্দন তাঁতি, অশোক কাহার, প্রমোদ রাজোয়ার, শ্যামল রবিদাসরা জিপি সভাপতি প্রদীপ তাঁতির দিকে অভিযোগের আঙুল তোলেন।
অভিযোগ, জিপির প্রকৃত হিতাধিকারী বাদ দিয়ে নিজের ঘনিষ্ঠদের সরকার ঘোষিত টাকা পাইয়ে দিচ্ছেন জিপি সভাপতি প্রদীপ। রেশন কার্ড না থাকা ব্যাক্তিদের নামের টাকা আত্মসাৎ করছেন তিনি। তোয়াক্কা করছেন না সরকারি নীতি-নির্দেশিকা। আবার এই ইস্যুতে কিছু জানতে চাইলে সদুত্তরের বদলে দিচ্ছেন হুমকি। চন্দন গৌড়দের আরও অভিযোগ, শুধু এই টাকার ব্যাপারে নয়, এমজিএনরেগা সহ পিএমওয়াই(জি), ইলেক্ট্রিসিটি বিতরণের ক্ষেত্রেও দুর্নীতি করেছেন এই জিপি সভাপতি। স্মারকপত্রে এসব অভাব-অভিযোগ জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন চন্দন গৌড়, অমরসিং তাঁতিরা।